shono
Advertisement

‘এই ছক্কা…’! বৃহন্নলার চরিত্রে অভিনয় করে হেনস্তার শিকার সুস্মিতা সেন

'তালি'র লুক প্রকাশ্যে আসতেই কী ঘটে? ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
Posted: 03:38 PM Aug 05, 2023Updated: 03:38 PM Aug 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তালি’র টিজারে বৃহন্নলার ভূমিকায় সুস্মিতা সেনকে দেখে হতবাক অনুরাগীরা। প্রান্তিক মানুষদের হয়ে গৌরী সাওয়ান্ত চোয়াল শক্ত করে যে লড়াইটা লড়ে গিয়েছেন, সিরিজে সেই ঘটনাই তুলে ধরবেন অভিনেত্রী। ‘তালি’র পয়লা ঝলকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন সুস্মিতা সেন। কিন্তু এই সিরিজের পোস্টার যখন প্রথম প্রকাশ্যে এসেছিল, তখন সাইবার বুলিংয়ের শিকার হতে হয় নায়িকাকে।

Advertisement

কী ঘটেছিল? ভয়ংকর সেই অভিজ্ঞতা নিয়েই সম্প্রতি জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী। সুস্মিতা জানান, সিরিজের পোস্টারে শুধু আমার মুখ আর তালির ছবি ছিল। আমার মনে আছে, শুধুমাত্র এটুকু দেখেই আমার কমেন্ট বক্সে উপচে পড়েছিল ঘৃণাভরা মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় তো বেনামি প্রোফাইলের ছড়াছড়ি। সেগুলো থেকেই ‘তালি’তে আমার লুক দেখে ‘এই ছক্কা’ বলে আওয়াজ দেওয়া হয়েছিল। আমার মনে হয়েছিল, আমার সঙ্গে কেন এরকম করছে?

সেই ঘটনা শুধুমাত্র সুস্মিতার জীবনে প্রভাব ফেলেই ক্ষান্ত থাকেনি, এহেন নেতিবাচক কমেন্ট পড়ে মানসিকভাবে কতটা আঘাত পেয়েছিলেন সুস্মিতা? সেকথাও জানান তিনি। অভিনেত্রীর শুধু একটা কথাই মনে হয়েছিল, নিত্যদিন ট্রান্সজেন্ডার কমিউনিটিকে তাহলে কীরকম হেনস্তার শিকার হতে হয়! সুস্মিতা সেন বলেন, যেহেতু আমার টাইমলাইনে এসমস্ত লেখা হচ্ছিল, তাই বিষয়টাকে ভীষণই ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেছিলাম। অবশ্যই যারা কটাক্ষ করেছিল, তাদের সকলকে ব্লক করে দিই। কিন্তু একটি বিষয় আমাকে খুব নাড়া দিয়েছিল। শুধুমাত্র গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করেই যদি আমাকে এহেন কটু কথা শুনতে হয়, তাহলে ওঁরা তো প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে এমন মুহূর্ত কাটান।

[আরও পড়ুন: একলাফে ৯০ হাজার টিকিট বিক্রি! ‘গদর ২’ মুক্তির আগেই বক্স অফিসে অক্ষয়কে হুঁশিয়ারি সানির]

প্রসঙ্গত, ‘তালি’ সিরিজে কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। তাঁর বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। তাঁর কারণে বাবার কষ্ট হোক, চাননি বলেই আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। সোজা মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরী সাওয়ান্তের মতো সেই বলিষ্ঠ চরিত্রই এবার রবি যাদবের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে আসছে।

[আরও পড়ুন: ১২ কোটির লোকসান, চিকিৎসার জন্য হাত পাততে হয়! ২৫ কোটি ধার নিয়ে মুখ খুললেন সামান্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement