সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে এখনও সমাজের লুকোছাপা রয়েছে। এই সম্পর্কিত কথা সন্তানের মুখ থেকে শুনতে পছন্দ করেন না বাবা-মা। বিশেষ করে সন্তানের বয়স যদি মাত্র ১৮ বছর হয়। এমন অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতা সেনের (Sushmita Sen)। মাত্র ১৮ বছর বয়সেই তিনি ব্রহ্মাণ্ড সুন্দরী হয়েছিলেন। তবুও তাঁর যৌনতা নিয়ে খোলামেলা কথা বলা বাবা-মায়ের পছন্দ হয়নি।
সম্প্রতি রিয়া চক্রবর্তী নিজের একটি পডকাস্ট শুরু করেছেন। সেখানে প্রথম অতিথি হয়ে গিয়েছিলেন সুস্মিতা। কথায় কথায় ওঠে যৌনতার প্রসঙ্গ। অভিনেত্রী জানান, সেই সময় কেউ যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনায় অভ্যস্ত ছিল না। সুস্মিতা যখন এ বিষয়ে সরাসরি কথা বলেন, তখন তাঁর বাবা-মা বেশ অপ্রস্তুত হয়েছিলেন। মেয়েকে কাছে বসিয়ে বলেছিলেন, দেশের প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরী হিসেবে তাঁর কাঁধে অনেক দায়িত্ব। তাই সেক্স বা যৌনতা শব্দটি যেন কোনও সাক্ষাৎকারে ব্যবহার না করেন।
[আরও পড়ুন: প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবির নয়া পরিচালক, রাহুলের বদলে দায়িত্বে কে?]
সেই সময় এক জনপ্রিয় সাংবাদিকের নাম নিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলেন সুবীর সেন ও শুভ্রা সেন। কিন্তু সুস্মিতা বরাবর স্বাধীনভাবে বাঁচায় বিশ্বাসী। তিনি শুধুমাত্র 'বিউটি ক্যুইন' হয়ে থাকতে চাননি। যেই সাংবাদিক তথা লেখিকার নাম তাঁর বাবা ও মা নিয়েছিলেন তাঁকেই সাক্ষাৎকার দেন অভিনেত্রী। আর সেই সাক্ষাৎকারে ইচ্ছে করেই যৌনতার প্রসঙ্গ তোলেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিয়ার এই পডকাস্টেই সুস্মিতা জানান, নিজের দুই দত্তক মেয়ে রেনে ও আলিশাকেও তিনি মুক্তচিন্তা নিয়ে বাঁচতে শিখিয়েছেন। যৌনতা নিয়ে তাঁদের মধ্যে সরাসরি কথা হয়েছে। আলিশার বায়োলজিতে আগ্রহ রয়েছে। তাই সে সমস্ত কিছুই জানে। মেয়েদের অভিনেত্রী বলেছেন, তারা নিজেদের নতুন করে আবিষ্কার করতে পারে, উপভোগও করতে পারে। কিন্তু তার জেরে যেন কখনও অনুতাপ না হয়। আর কোন পথে তারা যেতে চায়, সেই সিদ্ধান্ত যেন নিজেরা নেয়। তাদের হয়ে সিদ্ধান্ত যেন অন্য কেউ না নেয়। মাকে যেন কোনওদিন মিথ্যে কথা না বলে।