নব্যেন্দু হাজরা: পর পর দুদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বিপাকে পড়তে চলেছে কয়েক হাজার যাত্রী। চলতি সপ্তাহের শেষের দিকে পর পর দুদিন মিলবে না শিয়ালদহ-সল্টলেক মেট্রো। যান্ত্রিক কাজের দরুণ মেট্রো চলাচল বন্ধ থাকবে।
চলতি সপ্তাহে ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, এই রুটে মেট্রো অপারেশনটি ব্যাক আপ কন্ট্রোল সেন্টার থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে আনা হচ্ছে। পুরো কাজটি করার জন্য শুক্র ও শনিবার শিয়ালদহ-সল্টলেক রুটে মিলবে না মেট্রো।
[আরও পড়ুন: বোলপুরের তৃণমূল কার্যালয়ে হানা ইডি’র, ট্রাস্ট সদস্যদের জিজ্ঞাসাবাদ]
শহর কলকাতার লাইফ লাইন হয়ে উঠেছে শিয়ালদহ-সেক্টর ফাইভের ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। অফিসের ব্যস্ত সময় শিয়ালদহ থেকে সল্টলেকের অফিস পাড়ায় পৌঁছনো অনেক সহজ হয়েছে এই মেট্রো লাইন চালুর ফলে। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে মেট্রো ছাড়ে ৯টা ৪০ মিনিটে। উপকৃত হয় বহু মানুষ।