সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে মঙ্গলবারই সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বুধবার ধর্মতলার সভা থেকে সেই ইস্যুতেই সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, “শুভেন্দুকে বিধানসভার বাইরে বের করতে পারলেও বাংলার মানুষকে চুপ করাতে পারবেন না।”
৯ বছর পর বুধবার ধর্মতলায় সভা করছেন অমিত শাহ (Amit Shah)। স্বাভাবিকভাবেই সকলেরই নজর ছিল শাহী বক্তব্যের দিকে। এদিন বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অমিত শাহ। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। চলতি অধিবেশনে আর অধিবেশন কক্ষে থাকতে পারবেন না তিনি। সেই প্রসঙ্গে শাহ বললেন, “কান খুলে শুনুন, শুভেন্দুকে বিধানসভা থেকে বের করতেই পারেন। কিন্তু বাংলার মানুষকে চুপ করাতে পারবেন না।” তাঁর কথায়, “মানুষ বুঝিয়ে দিচ্ছেন দিদির সময় শেষ। এবার পরিবর্তন হবেই।”
[আরও পড়ুন: ‘বলেছিলাম বেআইনি হলেও বন্ধ কোরো না’, উত্তরকাশীর সাফল্যে ‘নিষিদ্ধ’ পন্থাকেই কৃতিত্ব মমতার]
এখানেই শেষ নয়। এদিনের সভা থেকে বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহ। বলেন, ”মোদিজি নিজের মতো করে বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। কোটি কোটি টাকা পাঠাচ্ছেন। কিন্তু তৃণমূলের সিন্ডিকেটের জন্যই তা বাংলার মানুষের কাছে পৌঁছচ্ছে না। বাংলা জুড়ে শুধুই অশান্তি, আর সিন্ডিকেট রাজ। মানুষ এই অশান্তি থেকে মুক্তি চায়। আগে বাংলায় রবীন্দ্রসংগীত শোনা যেত। এখন চারপাশে শুধুই বোমার শব্দ।” বাংলায় শান্তি ফেরাতে মমতা সরকারকে উৎখাতের ডাক দিলেন শাহ। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলুন।”