shono
Advertisement
Rafale

শক্তি বাড়াচ্ছে নৌসেনা! ২৬টি রাফালে পেতে ৬৩ হাজার কোটির চুক্তিতে সিলমোহর কেন্দ্রের

চলতি মাসেই চুক্তি ফ্রান্সের সঙ্গে!
Published By: Kishore GhoshPosted: 03:13 PM Apr 09, 2025Updated: 03:18 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন, পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে শক্তিশালী হবে ভারত! এবার ফ্রান্সের থেকে ২৬টি রাফালে যুদ্ধবিমান (রাফালে এম ফাইটার জেট) কিনতে চলেছে ভারতীয় নৌবাহিনী। সেই মতোই ৬৩ কোটি টাকার চুক্তিতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। সেনা সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। এছাড়াও চুক্তির মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণ ইত্যাদি।

Advertisement

নৌবাহিনীকে ঢেলে সাজাতে একসঙ্গে ২৬টি মেরিন জেট কেনা প্রথমবার। ২০২৩ সালের জুলাই মাসে নৌসেনার জন্য যুদ্ধবিমান কেনার বিষয়টি ওঠে প্রতিরক্ষা দপ্তরে। সেই সময় ফ্রান্সের সঙ্গে কথা বলেছিল ভারত। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে চলতি শেষের দিকে রাফাল বিমান নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। ওই সময় ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকোরনু। পাকা চুক্তির পাঁচ বছরের মধ্যে ২৬টি রাফালে ফাইটার জেট হাতে পাবে ভারতীয় নৌবাহিনী।

এই যুদ্ধবিমানগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর রণতরীর (আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য) জন্য কেনা হচ্ছে। বর্তমানে যে পুরনো মিগ-২৯কে রয়েছে সেগুলির বদলে রাফালে মেরিনগুলি মোতায়েন করা হবে আগামীদিনে। রাফালে এমকে বিশ্বের সবচেয়ে উন্নত মেরিন যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৌবাহিনীকে ঢেলে সাজাতে একসঙ্গে ২৬টি মেরিন জেট কেনা প্রথমবার।
  • এই যুদ্ধবিমানগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর রণতরীর (আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য) জন্য কেনা হচ্ছে।
Advertisement