shono
Advertisement

১০০ দিনের কাজে ভুয়ো জবকার্ডের কথা স্বীকার রাজ্য সরকারের! শুভেন্দুর দাবিতে চাঞ্চল্য

২১ ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের কাজের 'বঞ্চিত' শ্রমিকদের বকেয়া টাকা মেটাবেন মুখ্যমন্ত্রী
Posted: 06:40 PM Feb 06, 2024Updated: 06:40 PM Feb 06, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২১ ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের কাজের ‘বঞ্চিত’ শ্রমিকদের বকেয়া টাকা মেটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকরা কীভাবে পাবেন টাকা, এনিয়ে নাকি ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে নবান্ন। মঙ্গলবার সকালে সেই নির্দেশিকার প্রতিলিপি প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এসওপি-তে ১০০ দিনের কাজের শ্রমিকদের ভুয়ো অ্যাকাউন্ট বা ভুয়ো জবকার্ড আছে তা মেনে নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

Advertisement

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ১০০ দিনের কাজ করা ‘বঞ্চিত’প্রাপকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলাশাসক। বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খসড়া তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক কর্তারা। বাদ পড়বে ভুয়ো অ্যাকাউন্ট ও ভুয়ো জব কার্ড। এর পর আগামী ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ১৯ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে।

[আরও পড়ুন: ‘মমতা ইন্ডিয়া জোটের অংশ’, ফের তৃণমূলকে বার্তা রাহুলের]

সেই বিজ্ঞপ্তিটি এদিন প্রকাশ্যে এনেছেন শুভেন্দু। তাঁর কথায়, “এই এসওপি আমি সবার প্রথম হাতে পেয়েছি। কে দিয়েছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুক। তবে বিজ্ঞপ্তিতে ভুয়ো জব কার্ড, ভুয়ো অ্যাকাউন্টের কথা স্বীকার করা হয়েছে। যারা এটার সঙ্গে যুক্ত এবার ব্য়াগ গোছাতে শুরু করুন।”

[আরও পড়ুন: মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement