shono
Advertisement

পুরনো মামলায় গ্রেপ্তারির হুঁশিয়ারি: মমতার বিরুদ্ধে FIR শুভেন্দুর, পালটা কুণালের

ই-মেল মারফত হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী।
Posted: 01:30 PM Nov 25, 2023Updated: 01:48 PM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো মামলায় গ্রেপ্তারির হুঁশিয়ারির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা FIR শুভেন্দু অধিকারীর। ই-মেল মারফত হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। পালটা শুভেন্দুকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

Advertisement

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ছিল তৃণমূলের মেগা সমাবেশ। ওই মঞ্চ থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্যদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের নেতারা চুরি করতে পারে না বলেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, “আমাদের চার বিধায়ক গ্রেপ্তার হয়েছেন। ওরা যদি চারজনকে জেলে রাখে, আমি পুরনো কেস রিওপেন করে ৮ জনকে জেলে ভরে দেব।”

[আরও পড়ুন: মিড ডে মিলে ‘দুর্নীতি’র তদন্তে CBI দাবি শুভেন্দুর, পালটা ব্রাত্যর]

এই ইস্যুতে সেদিনই মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা FIR করার হুঁশিয়ারি দেন। এর পর শুক্রবার রাতে ই-মেল মারফৎ হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি। শুভেন্দুকে পালটা কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তিনি বলেন, “শুভেন্দু মানসিক ভারসাম্যহীন। মমতা ঠিক কথা বলেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে বিজেপি। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মনে করিয়ে দিয়েছেন সৌজন্যের খাতিরে গ্রেপ্তার, বদলির রাজনীতি করেননি। বিজেপির হেনস্তার পর তিনি বলেছেন পুরনো মামলার ভিত্তিতে এবার গ্রেপ্তার করাব। শুভেন্দু এটা শুনেই ভয় পেয়ে যাচ্ছে। সারদার পর কাঁথিতেও একের পর এক দুর্নীতিতে ওর নাম জড়িয়েছে। তাই ভয় পেয়ে সস্তার নাটক করছে।” 

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্রের কোপ! গড়িয়ায় তরুণীর হাতের শিরা কাটল যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement