shono
Advertisement

Suvendu Adhikari: ‘সুপ্রিম’ স্বস্তি শুভেন্দুর, FIR নিয়ে হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতের

নতুন করে মামলা শুনে সিদ্ধান্ত নিতে হবে, হাই কোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ।
Posted: 01:42 PM Aug 04, 2023Updated: 04:48 PM Aug 04, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: এফআইআর (FIR) দায়ের করা নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি সাময়িক মিলল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরে বাধা নেই, কলকাতা হাই কোর্টের এই রায় খারিজ করে দিল শীর্ষ আদালত (Supreme Court)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে মামলা শুনে ফের সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ প্রসঙ্গে বিচারপতির স্বাধীনতার কথাও উল্লেখ করেন তাঁরা। নতুন করে মামলা শুনে যথোপযোগী ও প্রয়োজনীয় নির্দেশ দিক হাই কোর্টের বিচারপতি। এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

Advertisement

বিরোধী দলনেতার বিরুদ্ধে এক জনস্বার্থ মামলায় গত ২০ জুলাই হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, শুভেন্দুর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে প্রয়োজনে এফআইআর (FIR) করতে পারবে পুলিশ। তার জন্য আদালতের অনুমতির দরকার নেই। এরপরই পঞ্চায়েত ভোটে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের একটি থানায় এফআইআর দায়ের হয়। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]

শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাতে বিচারপতিরা জানান, ২০ জুলাইয়ের নির্দেশ খারিজ করা হল। শুভেন্দুকে নিয়ে পুলিশের এফআইআরের মামলাটি নতুন করে শোনা হোক। তারপর বিচারপতি নতুন করে নির্দেশ দিক।

[আরও পড়ুন: লোকসভার আগে ব্রিগেডে লক্ষ মানুষের সমাগমে গীতাপাঠ! আয়োজক RSS ঘনিষ্ঠ সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement