গৌতম ব্রহ্ম: বাংলার দাবিদাওয়া আদায়, বঞ্চনার বিরোধিতা করে রাজ্যের শাসক-বিরোধী শিবির একসঙ্গে দিল্লির দরবার করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীরাও। এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই চিঠির কোনও জবাব এখনও মেলেনি। ফলে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাতে পারছে না রাজ্য। বুধবার একথা জানালেন রাজ্যে পরিষদীয় মন্ত্রী। একইসঙ্গে বাজেট অধিবেশনের দিনক্ষণও ঘোষণা করে দিলেন তিনি।
জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। অধিবেশন শুরু হবে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্বোধনী ভাষণে। ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব। ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেটও পেশ করা হয়। ১ ফেব্রুয়ারি পেশ হয় কেন্দ্রের বাজেট।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ‘১ বছর পর ভাববেন’, সুবীরেশের জামিনের আরজি খারিজ করে তিরস্কার হাই কোর্টের]
বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। অভিযোগ করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে পাওনা আদায় করতে রাজ্যের শাসক ও বিরোধীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো পরিষদীয় মন্ত্রী জানিয়েছিলেন, তৃণমূলের ৭ প্রতিনিধি ও বিজেপির ৫ প্রতিনিধি মিলে দিল্লির দ্বারস্থ হবে। বিধানসভায় বিরোধী অর্থাৎ বিজেপি বিধায়করা স্বাগত জানিয়েছিলেন এই প্রস্তাবকে। জানিয়েছিলেন, রাজ্য়ের দাবি আদায়ের জন্য দিল্লিতে যেতে রাজি তারা। তবে বিরোধী দলনেতা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এরপর পরিষদীয় মন্ত্রী চিঠিও দিয়েছিলেন বিরোধী দলনেতাকে। কিন্তু এখনও সেই চিঠির জবাব মেলেনি। তাই যৌথ দল দিল্লিতে পাঠানো সম্ভব হয়নি। এদিন এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী।