ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চলতি অধিবেশনে আর অধিবেশন কক্ষে থাকতে পারবেন না তিনি। মঙ্গলবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার। পালটা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি। ইতিমধ্যে বিধানসভার সচিবালয়ে গিয়েছে গেরুয়া শিবিরের বিধায়করা।
এদিন প্রথম দফায় অধিবেশন থেকে ওয়াকআউট করেছিল বিজেপি (BJP)। দ্বিতীয় অর্ধে সংবিধান দিবস নিয়ে আলোচনা শুরু হলে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, “দুর্নীতির অভিযোগে ইডি-সিবিআই অনেককে গ্রেপ্তার করছে। তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসা।” তখনই শাসকদলের বিধায়করা বিরোধিতায় সরব হন। এর পরই দলবদল করা বিজেপি বিধায়কদের নিয়ে মন্তব্য করেন শংকর। যা বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। এর পরই সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, স্পিকারকে অসম্মান করে শুভেন্দু বলেন, “আপনি সংবিধানবিরোধী। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।” শাসকদলের বিধায়কদের আরও দাবি, সেই সময় কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দেন বিরোধী দলনেতা। যা নিয়ে হট্টগোল বেঁধে যায়।
[আরও পড়ুন: ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ! বন্ধ বেআইনি নির্মাণ ভাঙার কাজ]
স্পিকারের তরফে শুভেন্দুকে একাধিকবার সতর্ক করা হয়। স্পিকার বলতে থাকেন, “আপনাকে বারবার সতর্ক করছি। আই ওয়ার্ন ইউ।” তখন বিরোধী দলনেতা ফের শিষ্টাচার ভঙ্গ করেন বলে অভিযোগ তৃৃণমূলের দাবি। তাঁদের কথায়, স্পিকারকে বুড়ো আঙুল দেখিয়ে শুভেন্দু বলেন, ‘স্পিকার আমার …. করবে।’ এর পরই বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য় ১৮৫-এর প্রস্তাব (মোশন) আনেন তাপস রায়। তাতে সম্মত হন বিমান বন্দ্যোপাধ্যায়। পালটা বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। এর পরই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করছে বিজেপি। বিধানসভার সচিবের ঘরে গিয়েছেন তাঁরা।