shono
Advertisement

গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লিখলেন চিঠি৷ The post গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Jun 20, 2018Updated: 09:16 PM Jun 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু নিয়ে গেরুয়া শিবিরের দরদ যেন কমছেই না। কয়েকদিন আগেই তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে কাউ প্রোটেকশন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাতেও সন্তুষ্ট হলেন না স্বামী অখিলেশ্বরানন্দ গিরি৷ এবার গরুদের জন্য একটি গরুদের জন্য একটা গোটা আলাদা দপ্তর তৈরি করার প্রস্তাব রাখলেন৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই মর্মে চিঠিও লিখে ফেলেছেন তিনি৷

Advertisement

[কেন পিডিপির সঙ্গে জোট ভাঙল বিজেপি, জানেন?]

নিজের এই দাবিকে নিজের মতো করেই মান্যতা দিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন, রাজস্থানে ‘ডিরেক্টরেট অফ গোসেবা’র মতো দপ্তর থাকলে মধ্যপ্রদেশে থাকবে না কেন? মানুষের স্বার্থে এমন একটা দপ্তর তৈরি করা প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্রের কাছ থেকে পাওয়া অর্থ সাহায্য থেকে তাঁর হাতে হাজার কোটি টাকা তুলে দিক রাজ্য৷ তাহলেই রাজ্যের গরুদের জন্য কাজ করে দেখাবেন তিনি৷ তাঁর দাবি, বিরোধীরাও তাঁর এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন৷

[স্বপ্নের পুরুষকে দেখতে পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশে তরুণী]

এখানেই শেষ নয়, কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংকেও একহাত নিয়েছেন অখিলেশ্বরানন্দ গিরি মহারাজ৷ আক্রমণ শানিয়ে বলেন, যিনি গো-সেবকদের প্রতারক বলেন, তাঁর থেকে বড় প্রতারক কেউ নেই৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের কয়েকজন স্বঘোষিত ধর্মগুরুকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, স্বামী অখিলেশ্বরানন্দ গিরি, নামদেব তেয়াগি, পণ্ডিত যোগেন্দ্র মহন্ত, স্বামী হরিহরানন্দজি সরস্বতী ও নর্মদানন্দজি৷

The post গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement