shono
Advertisement

Breaking News

ধুতি-পাঞ্জাবি পরে ‘বাঙালিবাবু’স্বস্তিকা! লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিলেন অভিনেত্রী

কী বললেন স্বস্তিকা?
Posted: 09:24 AM Aug 02, 2022Updated: 09:24 AM Aug 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডাস্ট্রির কাছে স্বস্তিকা ঠোঁটকাটা অভিনেত্রী। সাদাকে সাদা, কালোকে কালো বলতেই ভালবাসেন। কে, কী ভাবছে, তা নিয়ে একেবারেই মাথা ঘামান না তিনি। বরং তাঁর জীবনের দর্শন, স্পষ্ট কথায়, কষ্ট নেই! আর তাই তো স্বস্তিকা মানেই নতুন কোনও বিপ্লব। ঠিক যেমন ধুতি-পাঞ্জাবি!

Advertisement

গৌরচন্দ্রিকা বাদ দিয়ে এবার একটু বিষয়ে আসা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা (Swastika Mukherjee)। সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো পাঞ্জাবি ও সাদা ধুতিতে। তা হঠাৎ পুরুষের পোশাকে কেন মাতলেন অভিনেত্রী? আসলে বহুবার স্বস্তিকা লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে মুখ খুলেছেন। বরাবরই স্বাধীন চিন্তাভাবনাকেই গুরুত্ব দেন তিনি। সে জায়গা থেকেই দাঁড়িয়েই এমন পোশাক পড়লেন স্বস্তিকা। আর স্বস্তিকাকে এ রূপে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

[আরও পড়ুন: কূটকচালি নেই বলেই কি বন্ধ ‘বৌমা একঘর’ সিরিয়াল? জবাব দিলেন চৈতি ঘোষাল]

নিজের ধুতি পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বস্তিকা লিখলেন, ‘আমরা নারীরা অনেক বেশি শক্তিশালী। আমাদের অন্য কারও প্রয়োজন পড়ে না নিজেদের বিশ্বাসকে তুলে ধরার জন্য। আমরা আজকেও দেবী, প্রত্যেকদিনই দেবী!’

স্বস্তিকার ধুতি পরা ছবির কোলাজ ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। অনেকের মতে, স্বস্তিকা যাই পোশাক পরুন না কেন, তাতে একেবারে মানানসই। তবে স্বস্তিকার এই সাজ শুধু সাজ নয়,  এটা যে সামাজিক বার্তাও দেয়, তাই স্পষ্ট করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শ্রীমতী ছবি শো টাইম ও হল কমে আসায় সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন স্বস্তিকা। ফেসবুক পোস্টে স্বস্তিকা অভিযোগ করেছিলেন, সপ্তাহ ঘুরতেই সিনেমা হল পাচ্ছে না ‘শ্রীমতী’। বাংলা ছবির পাশে দাঁড়ান! করোনাকাল পেরিয়ে যখন ফের সিনেমা হল খুলল, তখন দেখা গেল, বাংলা ছবির বক্স অফিসে ভাটা! তার উপর বলিউড ও দক্ষিণী ছবির দাপটে বাংলা ছবি নিজের জায়গা করেই উঠতে পারছিল না। মাল্টিপ্লেক্স গুলোতে ক্রমশ কমে আসছিল বাংলা সিনেমার শো টাইম। ঠিক সেই সময়ই টলিউডে নতুন বিপ্লব। অভিনেতা থেকে প্রযোজক, পরিচালক সবাই সোশ্যাল মিডিয়ায় শুরু করলেন হ্যাশ ট্যাগ ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’। দর্শকদের কাছে নানাভাবে অনুরোধ, নানা পরিকল্পনা করে বাংলা সিনেমার সুদিন ফেরানোর চেষ্টা করলেন টলিউডের কলাকুশলীরা। কিন্তু সত্যিই কি এই বিপ্লব কাজে এল? প্রশ্ন তোলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক, ‘ছবিটা দয়া করে দেখুন’, মন্তব্য আমিরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement