সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে এখন রং বদলের হাওয়া চলছে। জোড়াফুল ছেড়ে পদ্ম হাতে নিতে দেখা গিয়েছে অনেক টলি তারকাকেই। এবার কি সেই পথে হাঁটতে চলেছেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)? সম্প্রতি তাঁর টুইটার পোস্ট দেখে এমনই জল্পনা শুরু হয়েছে।
টুইটারে (Twitter) তিনি লিখেছেন, “রাম তোমার। রাম আমার। ভুতের মুখে পরলেও রাম নাম। শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম। অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র।” স্বস্তিকার এই টুইটের পরেই শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের মধ্যেও জেগেছে প্রশ্ন। কমেন্ট সেকশন ভরে গিয়েছে ‘জয় শ্রী রাম’ বা ‘রাম রাম’ মন্তব্যে।
[আরও পড়ুন:ক্লাস টেনও পাশ করেননি, সোশ্যাল মিডিয়ায় মার্কশিট পোস্ট করলেন অভিষেক বচ্চন]
বরাবরই টলিউডে সোজাসাপটা বা স্পষ্ট কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রাজনীতির ময়দানে সরাসরি তাঁকে কখনও দেখা যায়নি। কিন্তু সমাজের নানা ইস্যু নিয়ে মুখ খুলতে বা প্রতিবাদ করতে পিছপা হননি স্বস্তিকা। তাঁর মুখেই এবার ‘রাম নাম’ নিয়ে ধন্দে পড়েছেন অনেকেই।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ডাকে রং ভুলে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দামের মতো প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। ঠিক তারপরেই স্বস্তিকার এমন টুইটকে ইঙ্গিতবাহী বলেই মনে করছেন অনেকে।
[আরও পড়ুন: কেন্দ্রীয় অনুষ্ঠানে ব্রাত্য ‘ইমপা’, আয়োজকদের ‘অজ্ঞতা’ নিয়ে ক্ষোভপ্রকাশ সম্পাদক পিয়ার]
এর আগেও অভিনেত্রী সায়নী ঘোষ প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে রামের প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানিয়েছিলেন। তারপর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘রাম নাম’ জপ নিয়ে রাজনীতির আঙিনায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে কি এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন স্বস্তিকা? নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে? উত্তর দেবে সময়।