shono
Advertisement

দীপক চাহারের অবিশ্বাস্য বোলিংকে টপকালেন অখ্যাত বোলার, গড়লেন নতুন রেকর্ড

জেনে নিন সেই রেকর্ড।
Posted: 06:07 PM Jul 26, 2023Updated: 06:07 PM Jul 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুস (Syazrul Idrus), এই নামের সঙ্গে কেউই পরিচিত নন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং ফিগারের মালিক এখন থেকে যে তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সাত-সাতটি উইকেট নেন ইদ্রুস। খরচ করেন ৮ রান। একটা ম্যাচ রাতারাতি বিখ্যাত করে দিল ইদ্রুসকে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে ম্যাচটা ছিল চিন ও মালয়েশিয়ার। সেই ম্যাচে চিনের সাত ব্যাটসম্যানকে বোল্ড করেন ইদ্রুস। সাত উইকেট নেওয়ায় ইদ্রুস নজির গড়লেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিন। একসময়ে বিনা উইকেটে ১২ রান ছিল চিনের। এরপরই কাহানি মে টুইস্ট। ইদ্রুসের সাত উইকেটে ভেঙে পড়ে চিনের ব্যাটিং। ২৩ রানে শেষ হয়ে যায় চিন।

[আরও পড়ুন: ভারতীয় ফুটবলে নজিরবিহীন, ম্যাচের বিরতিতে বল পায়ে মন জিতলেন কামিন্সরা]

 

আর এই রান তাড়া করতে নেমে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে মালয়েশিয়া ম্যাচ জিতে নেয়।
ইদ্রুসের আগে ২০২১ সালে সিয়েরা লিওনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার আহো। তার আগে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন দীপক চাহার। ৬ উইকেট আছে স্পিনার অজন্তা মেন্ডিসেরও। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে সাত উইকেটের মালিক নেই কেউ। 

[আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিকের পরই ছন্দপতন, কালীঘাট এম এসের বিরুদ্ধে ড্র মোহনবাগানের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement