shono
Advertisement
T20 World Cup 2024

প্যাট কামিন্সের হ্যাটট্রিক, সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল অজিরা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে সুপার এইট শুরু করলেন মিচেল মার্শরা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:09 AM Jun 21, 2024Updated: 12:30 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যাট কামিন্সের হ্যাটট্রিক। দুরন্ত বোলিংয়ের দাপটে বাংলাদেশকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে সুপার এইট শুরু করলেন মিচেল মার্শরা। প্রথমে ব্যাট করতে নেমে অজিদের দাপটে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তার পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৮ রানে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। 

Advertisement

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। শুক্রবার সকালে দুই দলের ম্যাচের দিকে নজর ছিল ভারতের সমর্থকদেরও। কারণ চলতি সপ্তাহেই এই দুই দলের বিরুদ্ধে নামতে হবে মেন ইন ব্লুকে। বাংলাদেশের বিরুদ্ধে অজিদের (Australia) আগুনে বোলিং রোহিতদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।

[আরও পড়ুন: জয় দিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নজির গড়া ম্যাচে কানাডাকে হারাল আর্জেন্টিনা

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথম ওভারে স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই প্রথম উইকেট হারায় টাইগাররা। তানজিদম হাসানকে প্যাভিলিয়নে ফেরান স্টার্ক। তার পর থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশের (Bangladesh) ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ রান করলেও সেভাবে ইনিংস গড়তে পারেননি। ৪০ রানের ইনিংস খেলেন হৃদয়ও। কিন্তু কামিন্সের হ্যাটট্রিক বলে আউট হয়ে যান তিনি। ২০ ওভারের শেষে আট উইকেট খুইয়ে মাত্র ১৪০ রান তোলে বাংলাদেশ। 

১৮ তম ওভারের শেষ দুই বলে যথাক্রমে মাহমুদুল্লাহ এবং মাহেদি হাসানকে আউট করেন কামিন্স। তারপর ২০ ওভারের প্রথম বলে তিনি আউট করেন হৃদয়কে। হ্যাটট্রিকের নায়ককেই ম্যাচের সেরার শিরোপা দেওয়া হয়। মাত্র ১৪১ রানের টার্গেট তাড়া করতে একেবারেই সমস্যা হয়নি অজিদের। ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার। তবে বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে যায় অজিরা। আপাতত সুপার এইটের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। 

[আরও পড়ুন: বর্ষার প্রাক্কালে কালোবাজারি কেদারভূমে, মাত্র ৭ মিনিটের কপ্টার ভাড়া ১৮ হাজার!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সকালে দুই দলের ম্যাচের দিকে নজর ছিল ভারতের সমর্থকদেরও। কারণ চলতি সপ্তাহেই এই দুই দলের বিরুদ্ধে নামতে হবে মেন ইন ব্লুকে।
  • টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ।
  • ১৮ তম ওভারের শেষ দুই বলে যথাক্রমে মাহমুদুল্লাহ এবং মাহেদি হাসানকে আউট করেন কামিন্স। তারপর ২০ ওভারের প্রথম বলে তিনি আউট করেন হৃদয়কে।
Advertisement