shono
Advertisement
T20 World Cup 2024

'অপারেশন' পাকিস্তান ক্রিকেট! ভারতের কাছে লজ্জার হারের পর বদলের ইঙ্গিত বর্ডারের ওপারে

বাবরদের তীব্র সমালোচনায় আক্রম ও পিসিবি প্রধান নকভি।
Published By: Krishanu MazumderPosted: 05:24 PM Jun 10, 2024Updated: 07:41 PM Jun 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, মহাদেশ বদলে যায়, ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল বদলায় না। দুই প্রতিবেশির ক্রিকেট দ্বৈরথে ভারতের জয় এখন দস্তুর হয়ে গিয়েছে। বাবর আজম-নাসিম শাহদের হার দেখে স্থির থাকতে পারেননি প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম।
পরিস্থিতি বুঝতে না পারার জন্য পাক ব্যাটারদের দুষেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও। তিনি বিরক্ত।বিশ্বকাপের পরে পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রচণ্ড জোরে দুটো আওয়াজ পেলাম’, পাকিস্তান হারতেই নিউ ইয়র্ক পুলিশকে বার্তা দিল্লি পুলিশের]


ভারত-পাক (IND vs PAK) ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়াসিম আক্রম। ক্রিজে প্রায় জমে যাওয়ার পরে মহম্মদ রিজওয়ান নিজের উইকেট একপ্রকার দিয়েছেন জশপ্রীত বুমরাহকে। আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন পাক উইকেট কিপার আক্রম বলেছেন, ''১০ বছর ধরে ক্রিকেট খেলছে ওরা। আমি ওদের শেখাতে পারব না। ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষমতাই তৈরি হয়নি রিজওয়ানের। ওরা বোঝা উচিত ছিল বুমরাহর হাতে বল দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য। বুমরাহকে সতর্কভাবে খেলা উচিত ছিল। রিজওয়ান বড় শট খেলতে গেল এবং আউটও হয়ে গেল।''
আক্রমের সুরেই সুর মিলিয়েছেন পিসিবি প্রধান নকভি। 'দ্য নেশন'-এর প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্কে সাংবাদিক বৈঠকে নকভি জানিয়েছেন, দলে ব্যাপক পরিবর্তন ঘটানো হবে। তিনি বলেছেন, ''মনে হচ্ছে, পাকিস্তান ক্রিকেট টিমের জন্য মাইনর সার্জারি করাতে হবে। এই ধরনের হতশ্রী পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে মেজর সার্জারি দরকার।''
ইফতিখারকে ছাড়েননি আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, ''ইফতিখার আহমেদ লেগ সাইডে একটা শটই কেবল খেলতে পারে। দীর্ঘদিন ধরেই দলে রয়েছে। কিন্তু কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয়, সেটাই এখনও শিখে উঠতে পারেনি।''
বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে নেতৃত্বকে কেন্দ্র করে যে ব্যক্তিত্বের সংঘাত তৈরি হয়েছে, সেই ব্যাপারেও মন্তব্য করেন আক্রম, ''ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কেউ কথা পর্যন্ত বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর ওরা দেশের হয়ে খেলছেন। এই ধরনের ক্রিকেটারদের খেলানোই উচিত নয়।''
ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। সেই টুর্নামেন্টে প্রতিভাবান ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে্ বলে মনে করেন নকভি।

[আরও পড়ুন:চোখের জলে মাঠ ছাড়লেন নাসিম, পাক তারকার মরিয়া লড়াই শেষে সান্ত্বনার হাত রোহিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, মহাদেশ বদলে যায়, ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল বদলায় না।
  • দুই প্রতিবেশির ক্রিকেট দ্বৈরথে ভারতের জয় এখন দস্তুর হয়ে গিয়েছে।
  • বাবর আজম-নাসিম শাহদের হার দেখে স্থির থাকতে পারেননি প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম।
Advertisement