সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা নখ-দাঁত বের করেছিলেন। সমালোচকদের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছিলেন। রক্তাক্ত শাকিব আল হাসান (Shakib Al Hasan) জবাব দিলেন ব্যাটে। উত্তর দিয়ে গেলেন তাঁর সমালোচক বীরেন্দ্র শেহওয়াগকেও।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের তারকা। ৯টি বাউন্ডারিতে সাজানো বাংলাদেশি তারকার ব্যাটিং দাপটে বাংলাদেশ ম্যাচ জিতে সুপার এইটের পাসপোর্ট জোগাড় করে নেয়।
নজফগড়ের নবাব-ই তো আগে শাকিবের সমালোচনায় মেতে উঠেছিলেন। জাতীয় দলে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই বীরুকে সাংবাদিক বৈঠকে এক শব্দে জবাব দিয়ে গেলেন শাকিব।
[আরও পড়ুন: বল হাতে অনবদ্য অধিনায়ক মুকেশ, কলকাতাকে হারিয়ে লিগ শীর্ষে মালদহ]
বাংলাদেশের তারকা অলরাউন্ডারের খারাপ ফর্ম নিয়ে সমালোচনা করেছিলেন শেহওয়াগ। বলেছিলেন, ''গত বিশ্বকাপের সময়ে আমার মনে হয়েছিল শাকিবকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেওয়া উচিত নয়। অনেকদিন আগেই ওর অবসরের সময় এসেছে। তুমি এত সিনিয়র প্লেয়ার, দলের অধিনায়কও ছিলে, সাম্প্রতিক ফর্ম দেখে তোমারই লজ্জা পাওয়া উচিত। তোমারই এগিয়ে এসে বলা উচিত, অনেক হয়েছে।আমি এবার এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।''
বীরু আরও বলেছিলেন, 'বিশ্বকাপ স্কোয়াডে তোমাকে যদি কেবল অভিজ্ঞতার ভিত্তিতে দলে নেওয়া হয়, তাহলে সেটা প্রমাণ করা উচিত। তোমার ক্রিজে টিকে থাকা উচিত ছিল। তুমি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন নও, হুক বা পুল তোমার শক্তির জায়গা নয়। তুমি বাংলাদেশি প্লেয়ার। তোমার শক্তি অনুযায়ী খেলতে হবে।''
নেদারল্যান্ডসের বিরুদ্ধে শাকিব ফর্মে ফেরায় বীরুর সমালোচনার প্রসঙ্গ উত্থাপ্পন করা হয় সাংবাদিক বৈঠকে। প্রশ্নের উত্তরে শাকিব জোরালো ভাবে জিজ্ঞাসা করেন, 'কে?' সাংবাদিকের কাছে জানতে চান, কে বলেছে এই কথা। সাংবাদিক জানান, বীরেন্দ্র শেহওয়াগ। শাকিবের এই উত্তর ভাইরাল হয়ে যায়।
পরে অবশ্য বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে বলতে শোনা গিয়েছে, ''কোনও প্লেয়ার প্রশ্নের উত্তর দিতে আসে না। সে যদি ব্যাটার হয়, তাহলে ব্যাট হাতে অবদান রাখতে হয়। সেই ক্রিকেটার যদি বোলার হয়, তাহলে তাকে বল করতে হবে। সংশ্লিষ্ট ক্রিকেটার যদি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো কিছু করতে না পারে, তাহলে আলোচনা হতেই পারে। এর মধ্যে খারাপ কিছু নেই।''