স্টাফ রিপোর্টার: ইডেনে নাকি হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না কেকেআর (KKR) ! গত কয়েকদিন ধরে এই নিয়ে জোর চর্চা চলছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে পিচ পালটেও ফেলা হচ্ছে। এহেন পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো। তাঁর কথায়, হোম অ্যাডভান্টেজ মানে কেবল পছন্দমতো পিচ পাওয়া নয়। ঘরের মাঠে দর্শকরা যে সমর্থন করেন, সেটাই হোম অ্যাডভান্টেজ।
প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে ব্র্যাভো বলেন, "পিচ নিয়ে আমি সেরকম কিছু জানি না। আমার মনে হয় যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। ঘূর্ণি থাকছে কিনা সেটা দেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।" তবে নাইট মেন্টর সাফ জানান, পিচ নিয়ে কোনওরকম মন্তব্য করতে তিনি রাজি নন। ইডেনে হোম অ্যাডভান্টেজ মিলছে কিনা, সেই প্রশ্নের উত্তরে ব্র্যাভো বলেন, সমর্থকরা যে মাঠে এসে গলা ফাটান সেটাকেই হোম অ্যাডভান্টেজ হিসাবে মনে করেন তিনি।
ওয়াকিবহাল মহলের খবর ধরলে, ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। পিচটাকে দেখেও বিস্ময়কর লাগল, সাধারণত ইডেন পিচে ঘাস থাকে। দুটো পিচ পাশাপাশি তৈরি করে রাখা রয়েছে দেখা গেল। একটা সামান্য ঘাস রয়েছে। আর একটা ফ্যটাফ্যাটে সাদা। এবং দুটোই শুকনো। শোনা গেল, ৩ ও ৮ এপ্রিলের দুটো ম্যাচের জন্য এই দুটো পিচ। এবং দুটোতেই বল ঘুরবে।
কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন, তাতে কেকেআরের (KKR) না হিতে বিপরীত হয়ে যায়। কেউ কেউ বলছিলেন, ইডেনে আরসিবি ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার স্পিন খেলতে পারেনি কেকেআর। সুয়াশ শর্মাকে সামলাতে পারেননি আন্দ্রে রাসেল। ওয়াংখেড়েতে মিচেল স্যান্টনারকে সামলানো সম্ভব হয়নি। সেখানে ঘূর্ণিতে অ্যাডাম জাম্পাকে সামলানো যাবে তো? এসআরএইচ জার্সি পরে নামবেন তিনি। রাহুল চাহারও কিন্তু আছেন। আর সেই টার্নারে যদি ভরাডুবি ঘটে, তাহলে নতুন কোন অজুহাত দেবে কেকেআর, সেটা সোনালি বেগুনি আগাম ভেবে রাখুক।