shono
Advertisement

ভুল সিদ্ধান্তই প্রথম দু’ম্যাচে ডুবিয়েছে ভারতকে! রোহিতের স্বীকারোক্তিতেও কটাক্ষের আঁচ

তবে কি ঘুরিয়ে বিরাটকেই খোঁচা দিলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন?
Posted: 01:02 PM Nov 04, 2021Updated: 02:42 PM Nov 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আগের রাতে হাসি ফুটেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে। মরুরাজ্যে দিওয়ালির আগে ভারতের অন্ধকারে ডুবতে থাকা বিশ্বকাপ ভাগ্যে ছোট্ট প্রদীপ জ্বালিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), লোকেশ রাহুলরা। কিন্তু সেই প্রদীপের নিচে যে অন্ধকার এখনও গাঢ়, তা স্পষ্ট হয়ে গিয়েছে ম্যাচ শেষে রোহিতের বক্তব্যেই। টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন বলে দিয়েছেন, প্রথম দু’ ম্যাচে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গলদ থেকে গিয়েছিল ভারতের। আর সেটাই কাল হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) জন্য। ভুল সিদ্ধান্তের নেপথ্যে কে? কাকে উদ্দেশ্য করে একথা বললেন হিটম্যান? সেটা অবশ্য তিনি নিজেই জানেন।

Advertisement

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ হারার পর আফগানদের বিরুদ্ধে মারকাটারি জয় আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। যদিও, এখনও ভারতের সেমিফাইনালে যাওয়া না যাওয়া নির্ভর করছে আফগান এবং কিউইদের উপর। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আফগানদের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া দিওয়ালির (Diwali) আলোর রোশনাইয়ের মতোই উজ্বল পারফরম্যান্স দিল, তাঁরাই আগের দু’ম্যাচে ওভাবে মুখ থুবড়ে পড়েছিল কেন? জবাবে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন বলছেন, “পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে নেওয়া কিছু সিদ্ধান্তে গলদ ছিল।” সেটার জন্য অবশ্য টানা ক্রিকেট খেলে আসার ক্লান্তিকে দায়ী করেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

[আরও পড়ুন: ICC T-20 World Cup 2021: রোহিত-রাহুলের ব্যাটিং তাণ্ডব, আফগানিস্তানকে ৬৬ রানে হারাল ভারত]

রোহিতকে একদিন বলতে শোনা গেল,”আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের মানসিকতা অন্যরকম ছিল। যদি প্রথম দুটো ম্যাচেও সে রকম হত, তাহলে বেশ ভাল হত। কিন্তু সেটা হয়নি। তবে একটানা অনেক দিন ধরে ক্রিকেট খেলতে থাকলে এমন হয়। সেটাই প্রথম দু’টি ম্যাচে হয়েছে।” এদিন অবশ্য এই সমস্যার জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যস্ত ক্রীড়াসূচিকেও দায়ী করেছেন। তাঁর বক্তব্য, “একটানা ক্রিকেট খেললে এরকম হবেই। কিছুক্ষণ খেলা থেকে নিজেদের দূরে সরিয়ে শান্ত মাথায় অন্য কিছু ভাবা উচিত। মানসিক ভাবে তরতাজা রয়েছি কিনা সে দিকে খেয়াল রাখতে হয়। তবে বিশ্বকাপে নামলে মনঃসংযোগটা সে দিকেই থাকা উচিত। কী করা উচিত এবং কী করা উচিত নয়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার।”

[আরও পড়ুন: সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকেই অধিনায়ক চান, বোর্ডকে জানিয়েছেন নতুন কোচ দ্রাবিড়]

একই সঙ্গে, প্রথম দুটি ম্যাচ হারার পর টিম ইন্ডিয়ার যেভাবে সমালোচনা হয়েছে, এদিন তাঁরও জবাব দিয়েছেন রোহিত। তাঁর সাফ কথা, “একটা বা দুটো ম্যাচ খারাপ খেললাম মানেই আমরা খারাপ ক্রিকেটার হয়ে গেলাম না। যারা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাঁরা সবাই খারাপ ক্রিকেটার নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement