shono
Advertisement

Breaking News

বিশ্বকাপের আগে নিজেদের যাচাইয়ের সুযোগ, দুই হেভিওয়েটের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
Posted: 04:28 PM Sep 08, 2022Updated: 04:39 PM Sep 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া চলছেই। এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করে দিল আইসিসি (ICC)। বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ ১৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ অক্টোবর। দু’টি ম্যাচই খেলা হবে ব্রিসবেন গাব্বায়।

Advertisement

এমনিতে বিশ্বকাপের আগেই দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সুযোগ পাচ্ছে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি করে মোট ৬টি ম্যাচ খেলবেন রোহিতরা (Rohit Sharma)। অর্থাৎ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার মতো যথেষ্ট সময় থাকছে টিম ইন্ডিয়ার হাতে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার পরিবেশেও দুই কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় দলের (Indian Cricket Team) প্রস্তুতিতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ভারতের, রানে ফিরবে মিডল অর্ডার?]

উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হচ্ছে ১৮ অক্টোবর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপকে (T-20 World Cup) দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্ব শুরু ১৮ অক্টোবর। ২৩ অক্টোবর সেই পর্বের খেলা শেষ হবে। ১২ দলকে নিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের মূলপর্বের খেলা। যেখানে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার (Australia) মতো দলগুলো খেলবে। প্রাথমিক রাউন্ডে গ্রুপ এ-তে শ্রীলঙ্কাকে রেখে জুড়ে দেওয়া হয়েছে আরও তিনটে যোগ্যতা অর্জনকারী দলকে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে তিনটি দল। ২৩ অক্টোবরের মধ্যে ঠিক হবে মূলপর্বে কোন চারটি দল খেলবে।

[আরও পড়ুন: বিদেশে কাজে গিয়ে বিপাকে ভারতীয় তরুণী, দূতাবাসের সাহায্যে উদ্ধার করলেন হরভজন]

ভারতের প্রথম ম্যাচ রাখা হয়েছে ২৪ অক্টোবর। প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ আফ্রিকা। খেলাটি হবে পারথে। ভারতের পরবর্তী ম্যাচগুলি হল যথাক্রমে ২৯ অক্টোবর (গ্রুপ এ থেকে মূল পর্বে সুযোগ পাওয়া দ্বিতীয় দলের বিরুদ্ধে), ১ নভেম্বর (ইংল্যান্ড), ৫ নভেম্বর (গ্রুপ বি থেকে যোগ্যতা অর্জনকারী প্রথম দলের বিরুদ্ধে), ৮ নভেম্বর (আফগানিস্তান)। দু’টি সেমিফাইনাল ১১ ও ১২ নভেম্বর যথাক্রমে সিডনি ও অ্যাডিলেডে হবে। ফাইনাল ১৫ নভেম্বর মেলবোর্নে। মূলপর্বের খেলা শুরু হচ্ছে সংগঠক দেশ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে। ২৪ অক্টোবর খেলাটি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement