shono
Advertisement
Taapsee Pannu

'আমি মহালক্ষ্মী রেসকোর্সের ঘোড়া নাকি!' কোন প্রশ্নে চটলেন তাপসী?

এমনিতে 'হাসিন দিলরুবা' অভিনেত্রী। তবে তীক্ষ্ণ জবাব দিতেও জানেন।
Published By: Suparna MajumderPosted: 06:47 PM Aug 03, 2024Updated: 09:30 PM Aug 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পারিশ্রমিকের বৈষম্য নতুন নয়। তা নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে। একাধিক তারকা এবিষয়ে মন্তব্য করেছেন। এবারে মুখ খুললেন তাপসী পান্নু (Taapsee Pannu)। এমনিতে 'হাসিন দিলরুবা' অভিনেত্রী। তবে পারশ্রমিকের কথা উঠতেই যেন তাঁর কথায় 'থাপ্পড়'-এর মেজাজ।

Advertisement

সামনের শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাবে তাপসীর নতুন ছবি 'ফির আয়ি হাসিন দিলরুবা'। এর পরের শুক্রবারই আবার সিনেমা হলে 'খেল খেল মে'র রিলিজ। দুই ছবির প্রচার একসঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী। এই সংক্রান্ত এক সাক্ষাৎকারেই পারিশ্রমিকের প্রসঙ্গ ওঠে। তাপসীর কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রি থেকে বিচ্ছিন্ন থাকেন বলেই কি তাঁর কাজ হাতছাড়া হয়?

[আরও পড়ুন: অমিতাভের পরিবারে আবার ভাঙন! এবার কাদের সম্পর্ক টালমাটাল?]

অভিনেত্রী জানান, এতে তাঁর কোনও অসুবিধা নেই। তিনি বলেন, "এটা জীবনের শেষ নয়। আমি সবসময় বলি এবং অনুভব করি যে জীবন অত্যন্ত সীমিত। আমি অন্য কারও মতো বাঁচতে চাই না। বাঁচতে চাই নিজের মতো করে।" তাপসী জানান, তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হতে চান না। "আমার যা আছে চলে যাচ্ছে, তা দিয়েই পেট ভরে যায়", বলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অক্ষয় কুমার। অভিনেতা বলেন, "আমি যে ছবিগুলো করেছি, কোনটাও সফল হয়েছে, কোনটা হয়নি। ব্যর্থতা আমার কাছে নতুন নয়। কেরিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করেছিল। কিন্তু আমি তার পরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও কাজ করতেই থাকব।" অক্ষয়ের এই মনোভাবের ভূয়সী প্রশংসা করেই তাপসী বলেন, "এসব দেখশুনে তো আমার মনে হয়, আমি মহালক্ষ্মী রেসকোর্সের ঘোড়া নাকি! আমার জীবনে আমিই এক নম্বর কারণ সেটা শুধু আমার দৌড়।"

[আরও পড়ুন: শ্রাবণের ঝরনায় যেন মন্দাকিনী! দেখুন শ্রাবন্তীর ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিউডে পারিশ্রমিকের বৈষম্য নতুন নয়। তা নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে।
  • একাধিক তারকা এবিষয়ে মন্তব্য করেছেন। এবারে মুখ খুললেন তাপসী পান্নু।
Advertisement