shono
Advertisement

Breaking News

অবিবাহিত অতিথির সঙ্গে শুতে হলে নিতে হবে অনুমতি! আজব ফরমান নয়ডার আবাসনে

কী করে এমন নির্দেশ দেওয়া যায়, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
Posted: 02:38 PM Mar 14, 2024Updated: 02:38 PM Mar 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিবাহিত অতিথিরা রাতে থাকতে পারবেন না। থাকতে হলে অনুমতি নিতে হবে। এমনই আশ্চর্য নির্দেশিকা জারি করল নয়ডার এক আবাসন কর্তৃপক্ষ। আর তাকে ঘিরেই শোরগোল। কী করে এমন নির্দেশ দেওয়া যায়, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

নয়ডার (Noida) সেক্টর ৯৯-এর সুপ্রিম টাওয়ার সোসাইটির অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফেই জারি করা হয়েছ ওই বিজ্ঞপ্তি। সেখানে পরিষ্কার বলা হয়েছে, বোর্ডের অনুমতি না নিলে অবিবাহিত অতিথিরা কোনও ভাবেই এখানে থাকতে পারবেন না রাতে। ইতিমধ্যেই সেখানকার বাসিন্দারা প্রতিবাদ করতে শুরু করেছেন।

এদিকে কেবল এই নির্দেশই নয়, সেই সঙ্গে আরও নানা নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, আবাসনের সাধারণ অঞ্চলে কেউ ধূমপান করতে পারবে না। ওই অঞ্চলে ঘণ্টায় ১০ কিমির বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। যাঁরা পোষ্য রাখেন, তাঁদের নিশ্চিত করতে হবে যেন আবাসন চত্বর পরিষ্কার থাকে।

[আরও পড়ুন: ‘এক দেশ, এক ভোট’, রাষ্ট্রপতির কাছে ১৮ হাজার পাতার রিপোর্ট জমা দিল কোবিন্দ কমিটি]

উল্লেখ্য, এমন বিতর্ক এই প্রথম নয়। ২০২২ সালের ডিসেম্বরে নয়ডার আর এক নামী আবাসনেও এমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যেখানে পরিষ্কার বলা হয়েছিল কোনও অবিবাহিতকে ফ্ল্যাট বিক্রি করা যাবে না। তবে প্রতিবাদের মুখে পড়ায় সেই নির্দেশ প্রত্য়াহার করে নেওয়া হয়। নয়া বিতর্কেও কি তেমনই কিছু হবে? শুরু হওয়া প্রতিবাদকে ঘিরে সেই প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: CAA মুসলিম বিরোধী নয়, ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে অপপ্রচার, বলছেন শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement