সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের জ্বলন্ত কাশ্মীর সমস্যায় সোমবার ঘৃতাহুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ যার পর নড়ে গিয়েছে গোটা দেশ তথা বিশ্ব৷ ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের জ্বলন্ত কাশ্মীর সমস্যায় ‘সাহায্য’র যে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে মঙ্গলবার থেকে উত্তপ্ত সংসদের উভয়কক্ষ৷ যার রেশ রয়ে গিয়েছে বুধবারও৷ যা সামাল দিতে এবার ময়দানে নামতে হল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে৷ সংসদের নিম্নকক্ষে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন তা মিথ্যা৷ এই ইস্যুতে কোনও দিনই প্রধানমন্ত্রী তাঁর মধ্যস্থতা চাননি৷ এমন কোন কথাও হয়নি৷
কেবল কাশ্মীর নয়, পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েও কথা বলবে ভারত: রাজনাথ সিং
[ আরও পড়ুন:কাশ্মীরে ‘অতি সক্রিয়’ এনআইএ, সংঘাত বাড়ছে রাজ্য পুলিশের সঙ্গে]
জানা গিয়েছে, এদিনও প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে লোকসভায় হট্টগোল করেন সাংসদরা৷ যার উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী জানান, ‘‘এস জয়শংকর জি(বিদেশমন্ত্রী) আগেই জানিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে কাশ্মীর ইস্যুতে কোনও আলোচনা হয়নি৷ ফলে এই বিষয়ে মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না৷ কারণ এটা শিমলা চুক্তি বিরোধী৷’’ এখানেই শেষ নয়, প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, কেবল কাশ্মীর নয়, পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েও কথা বলবে ভারত৷ অন্যদিকে, এই ইস্যুতে বুধবারও প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা৷ লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস শশী থারুর৷ অন্য একটি ইস্যুতে মুলতুবি প্রস্তাব দেন কংগ্রেসের পরিষদীয় নেতা অধীর চৌধুরি৷ এরপর সংসদ ছেড়ে বেরিয়ে যান কংগ্রেস সাংসদরা৷
[ আরও পড়ুন: অসহিষ্ণুতা ইস্যুতে ফের সরব বিদ্বজ্জনরা, প্রধানমন্ত্রীকে চিঠি শ্যাম বেনেগাল-অপর্ণা সেনদের ]
প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেন, কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ইতিমধ্যে তাঁর ‘সাহায্য’ চেয়েছেন। আর মোদির সেই আরজিতে সাড়া দিয়েই তিনি আগ্রহ দেখাচ্ছেন। এরপরই ট্রাম্পের মন্তব্য খারিজ করে নজিরবিহীন কড়া প্রতিক্রিয়া জানায় ভারত সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, “আমরা মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনেছি। স্পষ্ট জানাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কস্মিনকালেও এই রকম কোনও প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেননি। তাছাড়া ভারতের নীতি খুব পুরনো ও সুস্পষ্ট। তা হল, পাকিস্তানের সঙ্গে যে কোনও বিবদমান বিষয় বা ইস্যু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মেটানো হবে। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা মধ্যস্থতার কোনও জায়গাই নেই। দ্বিপাক্ষিক যে কোনও বিষয় নিয়ে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনেই এগোবে ভারত ও পাকিস্তান। এর অন্যথা হবে না।’’ মঙ্গলবার সাংসদে একই কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও৷ কিন্তু তারপরও এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা৷
The post ‘মধ্যস্থতার কোনও প্রশ্নই ওঠে না’, ট্রাম্পের দাবি খারিজ করলেন রাজনাথ appeared first on Sangbad Pratidin.