shono
Advertisement

রাজ্যপালের ফেরানো ১০ বিল পাশ স্ট্যালিনের, তামিলনাড়ুতে সংঘাত অব্যাহত

বিল আটকে রাখায় সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েন রাজ্যপাল।
Posted: 12:06 PM Nov 19, 2023Updated: 12:06 PM Nov 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগেই ১০টি বিল ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল এন রবি (N Ravi)। শনিবার সেই সব ক’টি বিল ফের গৃহীত হল তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভায়। এর পরই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) বলেন, “জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা বিধানসভায় পাস করা বিলগুলিতে সম্মতি দেওয়া রাজ্যপালের কর্তব্য। তাঁর যদি কোনও প্রশ্ন থাকে, তিনি তা সরকারের কাছে তুলে ধরতে পারতেন। কিন্তু, রাজ্যপালের ভূমিকা গণতন্ত্রের পরিপন্থী।”

Advertisement

প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখায় রাজ্যপাল এন রবি সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন গত সপ্তাহে। শীর্ষ আদালতের সমালোচনার পর রাজভবনে পড়ে থাকা ১০টি বিল নিয়ে পদক্ষেপ করেছিলেন বটে। সব কটি বিল ফের বিধানসভার কাছে ফেরত পাঠিয়েছেন তিনি। তাতে রাজ্যপাল বেশ কয়েকটি সংশোধনীর সুপারিশ করেছেন।

 

[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]

এর পরই প্রশ্ন উঠতে শুরু করে চার বছর ধরে ফেলে রাখা বিল কী করে মাত্র সাত দিনের মধ্যে ফেরত দিলেন রাজ্যপাল। তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ করেছিল রাজ্যপাল ইচ্ছা করে বিলগুলি আটকে রেখেছেন। প্রতিটি বিলই রাজ্যের বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত। রাজ্যপাল বিল ফেরত পাঠানোর পরই তামিলনাড়ুর ডিএমকে সরকার জানিয়েছিল, তারা বিলগুলি অপরিবর্তিত রেখেই ফের বিধানসভায় পাস করাবে। সেজন্যই শনিবার বিধানসভার একদিনের অধিবেশন ডাকা হয়েছিল। দ্বিতীয়বার পাস করিয়ে বিলগুলি আবার রাজভবনে পাঠানো হবে। রাজ্য সরকারের বক্তব্য, রাজ্য সরকার রাজ্যপালের সুপারিশ মানতে বাধ্য নয়। বিল আইন এবং সংবিধান বিরোধী হলে অবশ্যই রাজ্যপাল ধরিয়ে দিতে পারেন। নিজের অভিমত চাপিয়ে দিতে পারেন না। সেই মতো শনিবার ফের বিলগুলি পাশ করানো হল।

 

[আরও পড়ুন: ফের রেফার রোগ! ৪ হাসপাতাল ঘুরে মৃত্যু হুগলির যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement