সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হল তামিলনাড়ুর (Tamil Nadu) সালেম। ছেলের কলেজের ফি মেটাতে চলন্ত বাসের সামনে ঝাঁপ পড়লেন মা। দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেবে, সেই টাকায় সন্তানের পড়াশোনার খরচ মেটানো সম্ভব হবে, সেই আশাতেই নিজে মরে ছেলের ভবিষ্যত সুরক্ষিত করলেন তিনি। পুলিশ সূত্রে মঙ্গলবার এই ঘটনার কথা জানা গিয়েছে। ভাইরাল হয়েছে মায়ের বাসের সামনে ঝাঁপিয়ে পড়ার গা শিউরে ওঠা ভিডিও।
পুলিশ জানিয়েছে, ৪৫ বছরের ওই মহিলার নাম পাপাথি। বছর পনেরো আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। বহু কষ্টে সন্তানকে বড় করে তোলেন। ছেলে বর্তমানে কলেজে পড়ুয়া। যদিও অর্থাভাবে কলেজের ফি মেটাতে পারছিলেন না। এই ঘটনায় হতাশায় ভুগছিলেন মহিলা। এর পরেই ভয়ানক সিদ্ধান্ত নেন তিনি।
[আরও পড়ুন: ‘আমরা একসঙ্গে আছি বলে ওরা ভয় পাচ্ছে’, বিরোধী বৈঠকের আগে তোপ মমতার]
পুলিশের দাবি, এক ব্যক্তি পাপাথিকে জানান যে দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেয়। এর পরই নিজেকে শেষ করে ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করার পরিকল্পনা করেন মহিলা। সেই মতো ২৮ জুন প্রথমে একটি চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে পড়লেও বাইকের ধাক্কায় আহত হন। পরে ফের একটি বাসের সামনে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।