সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে পা রাখার পর থেকেই সময়টা বেশ ভাল যাচ্ছে লিওনেল মেসির। ক্রুজ আজুল ও আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে দুটো ম্যাচে নেমেছেন আর দুটো ম্যাচেই গোল পেয়েছেন এলএম ১০।
ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনোর কাছে জানতে চাওয়া হয়, মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা কীরকম? অতীতে একাধিকবার মেসিকে কোচিং করিয়েছেন মার্টিনো। বার্সেলোনা, জাতীয় দলে মেসির কোচ হিসেবে কাজ করেছেন টাটা মার্টিনো। সেই তিনি বলছেন, ”মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা কেমন? এই প্রশ্ন একাধিকবার আমাকে করা হয়েছে। বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দলে আমি মেসিকে কোচিং করিয়েছি। একই উত্তর দিয়েছি আমি। মাঠে দুর্দান্ত প্লেয়ার মেসি। দ্য বেস্ট। পৃথিবী সেরা। কিন্তু মাঠের বাইরে মেসি খুব সহজ সরল একজন মানুষ। এটাই একজন কোচের কাজ সহজ করে দেয়।”
[আরও পড়ুন: গার্ড মুলারকে ছাপালেন রোনাল্ডো, নতুন রেকর্ডের মালিক সিআর সেভেন]
আগে আটলান্টাকে কোচিং করিয়েছেন টাটা মার্টিনো। ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য তাঁর। মার্টিনো বলছেন, ”আশা রাখি লিও আমাদের সাহায্য করবে।” উল্লেখ্য, ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেড চ্যাম্পিয়ন হয় মার্টিনোর কোচিংয়ে। কাতার বিশ্বকাপে মেক্সিকো জাতীয় দলকে কোচিং করান মার্টিনো। বার্সা, আর্জেন্টিনার পর মেজর লিগ সকারে ফের মেসির কোচ টাটা মার্টিনো।