সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জার বিরুদ্ধে। হায়দরাবাদি এই টেনিস সুন্দরীকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে নোটিস পাঠাল পরিষেবা কর বিভাগ। পরিষেবা কর বিভাগের মুখ্য কমিশনার সোমবার সানিয়াকে নোটিস পাঠান। নোটিসে উল্লেখমতো সানিয়াকে চলতি মাসের ১৬ তারিখের মধ্যে হাজিরা দিতে হবে এবং করবাবদ ২০ লক্ষ টাকা দিতে হবে হবে বলে জানা গিয়েছে।
সার্ভিস ট্যাক্স আধিকারিক সুরেশ কুমার সানিয়ার জুবিলি হিলের বাড়িতে নোটিসটি পাঠিয়েছেন বলে সূত্রের খবর। অভিযোগ, টেনিস তারকা নিজের আয়ের কোনও সঠিক হদিশ দেননি। ১৯৯৪ সালের ফিনান্স অ্যাক্ট অনুযায়ী, সানিয়ার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্ত শুরু করেছে পরিষেবা কর বিভাগের আধিকারিকরা। তদন্ত সম্পর্কিত সমস্ত নথিপত্র সানিয়াকে জমা দিতে বলা হয়েছে নোটিসে। অন্যথায় শাস্তির মুখে পড়তে হতে পারে টেনিস সুন্দরীকে।
আরও পড়ুন-
(পাক দলের অধিকাংশই গড়াপেটায় জড়িত, বিস্ফোরক মন্তব্য শোয়েবের)
(টাকার অভাবে খাওয়া জুটছে না ভারতীয় ক্রিকেটারদের)
The post কর ফাঁকি দেওয়ার অভিযোগে সানিয়াকে নোটিস appeared first on Sangbad Pratidin.