সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর ব্যাঙ্কে মোটা টাকা জমা দিয়েছেন? তাহলে তৈরি থাকুন, আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতেও হানা দেবেন আয়কর বিভাগের আধিকারিকরা৷ নোট বাতিলের পর ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কালো টাকা জমা দিয়ে সাদা করে ফেলে কেউ পার পাবেন না, এমনই পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
(এটিএম থেকে টাকা তোলায় নয়া বিধিনিষেধ কেন্দ্রের!)
গত ৮ নভেম্বরের পর যাঁরা ব্যাঙ্কে ১০ লক্ষ বা তার বেশি টাকা জমা করেছেন, এবার তাঁদের বাড়ি বাড়ি গিয়ে অর্থের উৎস জানতে চাইবেন আয়কর অফিসাররা৷ সূত্রের খবর, সফটওয়্যারের মাধ্যমে নজরদারি চালিয়ে অন্তত দেড় লক্ষ অ্যাকাউন্টের খোঁজ মিলেছে, যেখানে গত ৮ নভেম্বরের পর ১০ লক্ষ বা তার বেশি টাকা জমা পড়েছে৷ এবার সেই সব অ্যাকাউন্টের মালিককে জিজ্ঞাসাবাদ করতে বাড়ি বাড়ি যাবেন আয়কর বিভাগের অফিসাররা৷ দেশজুড়ে এই ব্যাপক অভিযান চালিয়ে ১ লক্ষ কোটি টাকারও বেশি কালো টাকা উদ্ধার সম্ভব হবে বলে মনে করছে আয়কর বিভাগ৷
(মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে Reliance Jio)
নোট বাতিলের পর কে কত পুরনো নোট ব্যাঙ্কে জমা দিয়েছেন, তার উপর কড়া নজর ছিল কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির৷ এক ব্যক্তিই তাঁর অধীনস্ত বহু ব্যক্তিকে আলাদা আলাদা ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে প্রচুর কালো টাকা জমা দিয়ে সাদা করে ফেলার যে অভিযোগ উঠে এসেছে, এবার সেই সব অভিযোগ খতিয়ে দেখতে বসে গিয়েছেন আয়কর বিভাগের বড়কর্তারা৷ প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে তৈরি হয়ে গিয়েছে অপারেশনের ব্লু-প্রিন্ট৷ কাউকে রেয়াত করা হবে না, সাফ জানিয়েছেন আয়কর অফিসাররা৷ যাঁরা অনলাইনে নিজেদের আয়ের হিসাব জমা দেননি, তাঁদের বিরুদ্ধে ব্যাপক অভিযানে নামছে আয়কর বিভাগ৷ ইতিমধ্যেই বিভাগের শীর্ষ কর্তারা চূড়ান্ত করে ফেলেছেন, কাদের বাড়িতে অভিযান চালানো হবে৷ দেশের প্রতিটি প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়ররা বিভাগের প্রত্যেক অফিসারকে বুঝিয়ে দিয়েছেন, কোনও অ্যাকাউন্টধারীর গতিবিধি সন্দেহজনক মনে হলেই অভিযান চলবে৷
(এবার কলকাতায় বাসে চড়ুন মাত্র ১ টাকায়)
নোট বাতিলের পর, গত ২ মাসে অন্তত ১১০০টি অভিযান চালিয়ে আয়কর বিভাগের অফিসাররা ৬০০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করেছেন৷ যার মধ্যে ১৫০ কোটি টাকাই নতুন ৫০০ ও ২০০০-এর নোটে৷ একটি সূত্রের খবর, নোট বাতিলের পর প্রায় ৭৫ লক্ষ মানুষের এক কোটিরও বেশি অ্যাকাউন্টে ১০ লক্ষ বা তার বেশি টাকা জমা পড়েছে৷ বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আয়কর বিভাগ ৫০ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারবেন বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি নজর দেওয়া হবে কো-অপারেটিভ ব্যাঙ্কের লেনদেনের উপরেও৷
(এবার ২ হাজার টাকার স্মার্টফোন আনছে কেন্দ্র)
The post তৈরি থাকুন, আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতেও আয়কর হানা! appeared first on Sangbad Pratidin.