shono
Advertisement

কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা

মোদির সার্জিক্যাল স্ট্রাইকের পর আয়কর হানায় বিপর্যস্ত হাওয়ালা মাফিয়ারা... The post কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 AM Nov 11, 2016Updated: 09:37 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় চূড়ান্ত বেকায়দায় কালো টাকার মালিকরা৷ কর ফাঁকি দিয়ে লুকিয়ে রাখা কালো টাকা কীভাবে সাদা করা যাবে, ভেবে কূল পাচ্ছেন না অসাধু ব্যক্তিরা৷ গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিল আয়কর দফতরের আচমকা হানা৷

Advertisement

বৃহস্পতিবার, দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় চারটি শহরে বিভিন্ন সংস্থার দফতর ও সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর দফতর৷ গয়নার দোকান, হাওয়ালা মাফিয়া- পুলিশের খাতায় যাদের বিরুদ্ধে অতীতে অভিযোগ ছিল, তাদের ঘাঁটিতে হানা দেন আয়কর দফতরের কর্তারা৷ জমি কেলেঙ্কারির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় লুধিয়ানা ও চণ্ডীগড়েও৷ কারও কাছে হিসাব বহির্ভূত প্রচুর টাকা থাকলে কড়া পদক্ষেপের ইঙ্গিত সরকারি আধিকারিকদের৷

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার সমস্ত বাজারচলতি নোট বাতিল বলে ঘোষণা করেন৷ পুরনো নোট ব্যাঙ্কে নিয়ে গেলে প্রতিদিন ৪ হাজার টাকা করে নতুন নোট মিলবে৷ আড়াই লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না, কিন্তু তার চেয়ে বেশি টাকা ব্যাঙ্কে নিয়ে গেলে ব্যাঙ্ককর্মীদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে৷ ওই টাকা কোথা থেকে এল, তার উত্তর দিতে না পারলে জরিমানা-সহ অন্যান্য শাস্তিও মিলতে পারে৷ নয়া নিয়ম লাগু হতেই মাথায় হাত পড়েছে একাংশের অসাধু ব্যবসায়ীর৷ কোটি কোটি কালো টাকা এখন স্রেফ কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়৷ আয়কর দফতরের কর্তাদের হাত থেকে বাঁচতে অনেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট পুড়িয়ে ফেলছেন৷ এদিনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পোড়া নোটের বান্ডিল উদ্ধার হয়েছে৷ পুনেতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে মিলেছে ৫২ হাজার টাকা, পুরোটাই ১০০০ টাকার নোটে৷ এক মহিলা সাফাইকর্মী ওই ব্যাগ কুড়িয়ে পেয়ে তাঁর সুপারভাইজারের কাছে নিয়ে গিয়ে জমা দেন৷ কে ওই কে ওই ব্যাগ ফেলে গিয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ৷ বস্তাভর্তি নোট ফেলে যাওয়ার খবর এসেছে মহারাষ্ট্র থেকেও৷

অন্যদিকে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে আগামী ১৬ নভেম্বর অন্যান্য আলোচনা স্থগিত রেখে রাজ্যসভায় আলোচনা চেয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

The post কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement