নব্যেন্দু হাজরা: এবার বাজেটে কল্পতরু রাজ্য সরকার। শুধু কর্মসংস্থান, ভাতাবৃদ্ধি নয়, গাড়ি-রেস্তরাঁর ব্যবসায়ীদের কর মকুবের পথেও হেঁটেছে নবান্ন। এমনকী, জমির দানপত্রের স্ট্যাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের এই ভূমিকাতে একদিকে যেমন স্বস্তি পাবেন রেস্তরাঁ, গাড়ির মালিকরা তেমনই রাজ্যের আয়েও টান পরতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
এদিনের বাজেটে বলা হয়েছে, রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইম টাইম ট্যাক্স কার্যকর করার কথা বলা হয়েছে। ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রেও কম হারে ট্যাক্স কার্যকর করা হতে পারে। তবে কত শতাংশ হারে কর কার্যকর হবে, তার উল্লেখ নেই বাজেটে।
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]
হোটেল-রেস্তরাঁর মালিকদেরকেও স্বস্তি দেওয়া হয়েছে বাজেটে। বকেয়া লাক্সারি কর মেটাতে ‘সেটেলমেন্ট অফ ডিসপিউট’ স্কিম চালু করছে রাজ্য সরকার। যেখানে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে। তার উপর জরিমানা বা সুদ নেওয়া হবে না। এর ফলে প্রায় ৫ হাজার হোটেল-রেস্তরাঁ মালিক উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কর ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের ক্ষেত্রেও। বর্তমান আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এ ধরনের দানপত্রে এই স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা। লাভ পাবেন জমি-বাড়ির মালিকরাও। তবে কর ছাড় দেওয়ায় রাজ্যের রাজস্ব খাতে বড় ক্ষতি হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।