সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে খুন তেলুগু দেশম পার্টির নেতা! তার পরেই অভিযোগের তির তেলেঙ্গানার বিরোধী দল ওয়াই এস আর কংগ্রেসের দিকে। টিডিপি নেতাদের মতে, সদ্যসমাপ্ত নির্বাচনে খুব ভালো কাজ করেছিলেন খুন হওয়া নেতা। সেই জন্যই তাঁকে 'শাস্তি' দিয়েছে বিরোধীরা। তবে এই অভিযোগ নিয়ে এখনও জগনমোহন রেড্ডির দলের তরফে কিছুই বলা হয়নি।
জানা গিয়েছে, মর্মান্তিক খুনের ঘটনাটি বুধবার সকালে। নিজের বাড়ি থেকে বেরিয়ে খেতের দিকে যাচ্ছিলেন টিডিপি নেতা ভাকিতি শ্রীনিভাসুলু। কুর্নুলের একটি গ্রামের সরপঞ্চ ছিলেন তিনি। বুধবার সকালে যাওয়ার সময়ে আচমকাই ওই টিডিপি নেতার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় ওই নেতাকে। এমনকি তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: অপরাধীদের আড়াল করার চেষ্টা! RG Kar কাণ্ডকে উন্নাও-হাথরাসের সারিতে বসালেন রাহুল গান্ধী]
ভাকিতির মৃত্যুর পরেই কুর্নুলের ওই এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গরিকাপতি বিন্দু মাধব জানান, খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাধব জানান, সমস্ত দিক থেকে বিবেচনা করেই খুনের তদন্ত চলছে। পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক হিংসা, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সম্ভাবনাই। ইতিমধ্যেই তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। আপাতত জানা গিয়েছে, ঘটনাস্থলের আশেপাশেই লুকিয়ে রয়েছে অভিযুক্তরা। তাদের খোঁজে চলছে তল্লাশি।
তবে টিডিপির মতে, পারবারিক বিবাদ নয় ভাকিতির হত্যার নেপথ্যে রয়েছে রাজনীতিই। তেলেঙ্গানার মন্ত্রী নারা লোকেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "ভোটের সময়ে টিডিপির হয়ে অনেক কাজ করেছিলেন কুর্নুলের নেতা ভাকিতি। সেই জন্যই তাঁকে এভাবে হত্যা করা হল। আসলে ওয়াই এস আর কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে আমজনতা। সেই পরিণতি স্বীকার করতে না পেরেই এমন ঘৃণ্য আচরণ করছে।" দোষীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।