shono
Advertisement
Madhya Pradesh

চা বিক্রেতাকে থানার জানলার সঙ্গে বেঁধে মার! ভাইরাল ভিডিও, সাসপেন্ড সাব ইন্সপেক্টর

চলতি মাসের ১৮ তারিখ পুলিশ ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় বলে জানা গিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 10:36 AM Sep 22, 2024Updated: 05:28 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানলার সঙ্গে বাঁধা হাত। ঘাড়ের পিছনে ঢোকানো একটি লাঠি জাতীয় বস্তু। প্রায় ঝুলছেন এক ব্যক্তি। না কোনও হিন্দি সিনেমার দৃশ্য নয়। ড্রাগ বিক্রির অভিযোগে থানায় এনে এক  চা বিক্রেতাকে জানলার সঙ্গে এইভাবে বেঁধে মারধরের অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুলে। পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে জেলা পুলিশ।

Advertisement

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে মুলতাই পুলিশ স্টেশনে এক ব্যক্তিকে ওই ভাবে বেঁধে রাখা হয়েছে। জেলা প্রশাসনের তা নজর আসতেই থানার সাব ইন্সপেক্টর সুনীল সারেয়ামকে বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার নিশ্চল ঝাড়িয়া জানান, ' নির্যাতনের শিকার ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে থানার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।'

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অজয় ফারকাড়ে। তিনি মুতালি বাসস্ট্যান্ডের কাছে চায়ের দোকান চালান। ড্রাগ কারবার চালানোর সন্দেহে ১৮ তারিখ স্থানীয় পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। অজয় তাঁর অভিযোগ পত্রে জানিয়েছেন, তাঁকে তুলে নিয়ে গিয়ে থানার একটি জানলার সঙ্গে বেঁধে রাখা হয়। মারধরও করা হয়। পুলিশ তাঁর কোনও কথা শোনেনি বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানলার সঙ্গে বাঁধা হাত। ঘাড়ের পিছনে ঢোকানো একটি লাঠি জাতীয় বস্তু। প্রায় ঝুলছেন এক ব্যক্তি।
  • না কোনও হিন্দি সিনেমার দৃশ্য নয়। ড্রাগ বিক্রির অভিযোগে এক  চা বিক্রেতাকে থানার জানলার সঙ্গে এইভাবে বেঁধে রাখলেন এক সাব ইন্সপেক্টর।
  • সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে জেলা পুলিশ।
Advertisement