সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বড় চমক আম আদমি পার্টির। ইউপিএসসি-র শিক্ষক তথা মোটিভেশনাল স্পিকার অবধ ওঝা। সোমবার আপের কার্যালয়ে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিটও দিতে চলেছেন কেজরি। বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় এই শিক্ষকের আপ যোগ বড় সাফল্য হিসেবে দেখছে দল।
সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কেন্দ্র থেকে টিকিট পেতে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন অবধ। যদিও শেষ পর্যন্ত তিনি টিকিট পাননি। সেই ঘটনার পর এবার বিজেপির 'শত্রু শিবির' হিসেবে পরিচিত আম আদমি পার্টিতে যোগ দিলেন এই শিক্ষক। সোমবার কেজরির দলে যোগ দিয়ে অবধ বলেন, আমি কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া ধন্যবাদ জানাই রাজনীতির ময়দানে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষা হল পরিবার, সমাজ ও রাষ্ট্রের আত্মা। যদি আমাকে কখনও রাজনীতি ও শিক্ষার মধ্যে কিছু বেছে নিতে বলা হয় তবে আমি শিক্ষাকেই বেছে নেব। রাজনীতিতে এসে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার উদ্দেশ্য।
রাজনীতিতে নাম লেখালেও আদতে ইউপিএসসি পড়ুয়াদের কোচিং করান অবধ ওঝা। শিক্ষক হিসেবে পড়ুয়াদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। ইউটিউব-সহ সোশাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে তাঁর 'মোটিভেশনাল স্পিচ' শোনেন লক্ষ লক্ষ পড়ুয়া। এহেন জনপ্রিয় শিক্ষক দলে যোগ দেওয়ায় রাজনীতির মাঠে বাড়তি সমর্থন মিলবে বলে মনে করছেন আপ নেতারা।
উল্লেখ্য, আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। শোনা যাচ্ছে, এই নির্বাচনে বহু নেতার টিকিটে কাঁচি পড়তে চলেছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে টিকিট পাবেন বহু নতুন মুখ। টিকিটের সেই তালিকায় এবার নয়া মুখ হিসেবে জায়গা করে নিলেন অবধ ওঝা। শোনা যাচ্ছে, মণীশ সিসোদিয়ার আসন পাহাড়গঞ্জ থেকে টিকিট দেওয়া হতে পারে তাঁকে।