দক্ষিণ আফ্রিকা: ২৭৮/৭ (হেনড্রিকস-৭৪, মারক্রাম-৭৯, সিরাজ- ৩৮/৩)
ভারত: ২৮২/৩ (ইশান-৯৩, শ্রেয়স-১১৩)
৭ উইকেটে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সিনিয়ররা। তাতে কী? ‘হাম কিসি সে কম নহি’। ঠিক এই ভঙ্গিতেই জুটি বেঁধে চোখ ধাঁধানো ইনিংস উপহার দিলেন ইশান কিষান ও শ্রেয়স আইয়ার। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি অধরা থেকে গেল ইশানের। আর বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডে কেরিয়ারের দ্বিতীয় শতরান পকেটে পুরে ফেললেন শ্রেয়স। সেই সঙ্গে দলকে এনে দিলেন অতি মূল্যবান জয়। কারণ এই জয়ের সৌজন্যেই সিরিজে সমতায় ফিরল শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া (Team India)।
দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স। গত ম্যাচেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছিল। তবে লক্ষ্মীপুজোর (Laxmi Puja) দিন দেশবাসীর মুখে হাসি ফোটাতে সফল তিনি। ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে ৮৪ বলে ৯৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজটা শক্ত হাতেই সেরে ফেলেছিলেন ইশান।
[আরও পড়ুন: চাপ লাগলে আইপিএল খেলার দরকার নেই! ক্রিকেটারদের পরামর্শ কপিল দেবের]
এদিন বাভুমা ছাড়াই কেশব মহারাজের নেতৃত্বে মাঠে নেমেছিল প্রোটিয়া বাহিনী (South Africa)। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের সামনে মোটামুটি বড় রানের লক্ষ্যই গড়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে নজর কাড়েন হেনড্রিকস এবং মারক্রাম। তবে সিরাজ নামক পেস ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়তে হয় কুইন্টন ডি ককদের। তিনটি উইকেট নেন তিনি। আবার অভিষেক ম্যাচেই মালানকে প্যাভিলিয়নে ফিরিয়ে সতীর্থদের প্রশংসা কুড়োলেন বাংলার শাহবাজ আহমেদ।
জবাবে ভারতীয় ব্যাটিং অর্ডারে শুরুতে ধাক্কা দিলেও শেষমেশ হার মানতে হল তরুণ ব্রিগেডের জয়ের খিদের কাছে। দুই ওপেনার ধাওয়ান ও শুভমন গিল আউট হয়ে যান যথাক্রমে ১৩ ও ২৮ রানে। তবে তারপরই ধোনির শহর রাঁচিতে ওঠে ইশান-শ্রেয়স ঝড়। পয়সা উসুল ইনিংস উপহার পান দর্শকরা। তরুণ ব্রিগেডের এহেন আত্মবিশ্বাসী পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তি দেবে রাহুল দ্রাবিড়কে। এবার ধাওয়ান অ্যান্ড কোংয়ের লক্ষ্য তৃতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরা।