দেবাশিস সেন, দুবাই: নিউজিল্যান্ডের কাছে আফগানদের হারের পরই যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট (T-20 World Cup 2021) শুরু করেও সেমিফাইনালে পৌঁছতে পারলেন না বিরাট কোহলিরা। দুর্দান্ত একটি দল নিয়েও ছিটকে যেতে হল সুপার ১২ থেকেই। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে তাই খেলার উৎসাহই যেন হারিয়ে ফেলেছেন তাঁরা। রবিবার অনুশীলন বাতিলের সিদ্ধান্ত অন্তত সে ইঙ্গিতই দিল।
প্রথমে ঠিক ছিল আজ সন্ধে ৬টার বদলে সাড়ে ৬টায় অপশনাল প্র্যাকটিস করবেন কোহলিরা (Virat Kohli)। নিউজিল্যান্ড-আফগানিস্তানের খেলায় চোখ রাখার জন্যই এই সিদ্ধান্ত। প্রত্যেক দেশবাসীর মতো ভারতীয় তারকারাও মনেপ্রাণে সমর্থন করেছেন রশিদ খানদের। কারণ তাঁরা জিতলেই ভারতের শেষ চারে পৌঁছনোর রাস্তা খোলা থাকত। টিম ইন্ডিয়ার জন্য যেন অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন আফগানরাই। কিন্তু সে ইচ্ছে আর পূরণ হল না। আট উইকেটে লড়াই জিতে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেন কেন উইলিয়ামসনরা। আর তাতেই ভারতীয় শিবিরে নেমে আসে বিজয়ার বিষণ্ণতা। সে ম্যাচের ফল দেখার পরই অপশনাল প্র্যাকটিস বাতিল করে ভারত।
[আরও পড়ুন: T-20 WC 2021: ফের নিউজিল্যান্ড কাঁটাতেই বিদ্ধ ভারত, আফগানদের হারে বিশ্বকাপ থেকে বিদায় কোহলিদের]
ব্ল্যাক ক্যাপসরা শেষ চারে জায়গা পাকা করে ফেলায় সোমবারের ম্যাচ নেহাতই গুরুত্বহীন হয়ে পড়ে। কারণ ওই ম্যাচ খেলেই বাড়ি ফেরার টিকিট কাটতে হবে কোহলিদের। তুলনামূলক সহজ গ্রুপে পড়েও যেভাবে মুখ পুড়ল ভারতের, তা সত্যিই সমর্থকদের কাছে কষ্টদায়ক। তবে টুর্নামেন্টে খারাপ ফলের জন্য সাফাইও দিলেন বোলিং কোচ ভরত অরুণ।
মূলত টসে হারকেই দায়ী করলেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, “ছোট ফরম্যাটের খেলায় টস একটা বড় ভূমিকা পালন করে। যেখানে ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি।” পাশাপাশি বায়োবাবলে থেকে টানা ম্যাচ খেলে ক্রিকেটাররা যে ক্লান্ত, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি। তাঁর কথায়, খেলোয়াড়রা আরও খানিকটা বিশ্রাম পেলে ফলাফল অন্যরকম হতেই পারত।