shono
Advertisement

Breaking News

ICC Women's T20 World Cup

'যে কোনও টিমকে হারাতে পারি', টি-২০ বিশ্বকাপে যাওয়ার আগে হুঙ্কার হরমনপ্রীতের

দিন সাতেক পর থেকেই মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:19 AM Sep 26, 2024Updated: 12:19 AM Sep 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার সেমিফাইনালে হারতে হয়েছিল। এবার অবশ্য ট্রফি জেতার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী ভারতীয় টিম। দিন সাতেক পর থেকেই মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। সংযুক্ত আমিরশাহি উড়ে যাওয়ার আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর বলে গেলেন, টিমের প্রস্তুতি দারুণ হয়েছে।

Advertisement

হরমনপ্রীত বলেন, ‘‘আমাদের এই টিমটা সেরা। আমরা দীর্ঘদিন একসঙ্গে খেলছি। গতবারও ট্রফির খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। কিন্তু সেমিফাইনালে হেরে যাই। এবার দারুণ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। বলতে পারেন প্রস্তুতিতে কোনও জায়গায় কোনও খামতি নেই।’’

জু্‌লাইয়ে এশিয়া কাপের পর আর ম্যাচ খেলেননি হরমনপ্রীতরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্ততি চলেছে। এশিয়া কাপে অবশ্য ফাইনালে হেরে যায় ভারতীয় টিম। সেটা নিয়ে চিন্তার কোনও কারণ দেখছেন না ভারতীয় অধিনায়ক। তাঁর বক্তব্য, ‘‘এশিয়া কাপে আমরা খুব ভালো ক্রিকেট খেলি। এক-আধটা দিন খারাপ যেতেই পারে। আসল হল টিম হিসেবে আমরী কীরকম পারফর্ম করছি।’’

অনেকের মনে হচ্ছে, বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। হরমনপ্রীত পরিষ্কারভাবে জানিয়ে গেলেন তাঁরা যে কোনও টিমকে হারাতে পারেন। হরমনপ্রীত বলছিলেন, ‘‘যে কোনও টিমকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে। আর এটা অস্ট্রেলিয়াও খুব ভালো করেই জানে। ওরাও জানে ওদের যদি একটা টিমও হারাতে পারে, সেটা আমরা।’

হরমনপ্রীতের পাশেই বসে কোচ অমল মুজুমদার আর নির্বাচক প্রধান নীতু ডেভিড। অমল বলেন, ‘‘এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা আলোচনায় বসি। বেশ কিছু জিনিস খুঁজে বের করা হয়েছে। সেগুলো নিয়ে প্রস্তুতি ক্যাম্পে খাটাখাটনিও করেছি। প্রথমে আমরা ফিটনেস আর ফিল্ডিং ক্যাম্প করি। তারপরের দশদিন শুধুই স্কিল ট্রেনিং হয়। আমরা একজন ক্রীড়া মনোবিদকেও ক্যাম্পে নিয়ে আসি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হরমনপ্রীত বলেন, ‘‘আমাদের এই টিমটা সেরা। আমরা দীর্ঘদিন একসঙ্গে খেলছি।
  • জু্‌লাইয়ে এশিয়া কাপের পর আর ম্যাচ খেলেননি হরমনপ্রীতরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্ততি চলেছে।
  • অনেকের মনে হচ্ছে, বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া।
Advertisement