shono
Advertisement

আজ রানে ফিরতে মরিয়া কোহলি, ধোনির কৃতিত্ব ছোঁয়ার অপেক্ষায় ভারত অধিনায়ক

ফের কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট? The post আজ রানে ফিরতে মরিয়া কোহলি, ধোনির কৃতিত্ব ছোঁয়ার অপেক্ষায় ভারত অধিনায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Dec 22, 2019Updated: 10:22 AM Dec 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ওয়ানডে-তে চার। দ্বিতীয় ম্যাচে আবার রানের খাতাই খুলতে পারেননি। এমন পরিস্থিতিতে তৃতীয় তথা শেষ ম্যাচে যে ক্ষুধার্থ সিংহের মতোই আচরণ করবেন বিরাট কোহলি, সে নিয়ে কোনও সন্দেহই নেই। আজ কটকে ক্যারিবিয়ানদের তাই কোহলিকে রুখে দেওয়ার বড় চ্যালেঞ্জ।

Advertisement

চলতি ওয়ানডে সিরিজে রোহিত শর্মা, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থরা রান পেলেও কোহলির রানের খরা কাটেনি। পোলার্ডবাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জ্বলে ওঠার পর ওয়ানডের ক্রিজে তাঁকে টিকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া সিরিজের আগে রানে ফিরতে মরিয়া ক্যাপ্টেন কোহলি। তাছাড়া বারাবতী স্টেডিয়ামে আজ সিরিজ জয়ের লড়াই। মরণ-বাঁচন ম্যাচে ভাল পারফর্ম করে দলকে জেতাতে বদ্ধপরিকর তিনি। এদিন আবার ৫৬ রান করতে পারলেই নয়া রেকর্ডেরও মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক।

[আরও পড়ুন: এবার মাঠের বাইরেও রেকর্ড, অক্ষয়-সলমনকে হারিয়ে সেলিব্রিটি তালিকার শীর্ষে কোহলি]

এদিন মিরাকল কিছু না করতে পারলে হয়তো চলতি বছরের সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার সাধ পূরণ হবে না। সে কৃতিত্ব হয়তো রোহিত শর্মার নামের পাশেই লেখা থাকবে। তবে অন্য একটি নজির এদিন গড়তে পারেন কোহলি। কী রেকর্ড? ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানপ্রাপকের তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নেওয়ার হাতছানি কোহলির সামনে। ৫৬ রান করলেই তিনি টপকে যাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জ্যাক ক্যালিসকে। ২৪১ টি ম্যাচে ১১,৫২৪ রান রয়েছে কোহলির ঝুলিতে। গড় ৬৯.৭০। সেখানে ৩২৮টি ম্যাচে ক্যালিসের সংগ্রহ ১১,৫৭৯ রান। তাঁর গড় ৪৪.৩৬। অর্থাৎ অনেক কম ম্যাচ খেলেই ক্যালিসকে আজ টপকে যেতে পারেন ভারত অধিনায়ক। এই তালিকার শীর্ষে রয়েছেন শচীন তেণ্ডুলকর। ১৮,৪২৬ রানের মালিক তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে শ্রীলঙ্কান তারকা কুমার সঙ্গকারা এবং প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

এখানেই শেষ নয়, সেঞ্চুরি হাঁকিয়ে ১১৬ রান করতে পারলে সব ফরম্যাট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান হয়ে যাবে কোহলির। বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে সেই কৃতিত্ব গড়তে পারেন তিনি। ৩২০ ম্যাচে ১৫,৪৪০ রান নিয়ে যার শীর্ষে রয়েছেন পন্টিং। ১৬৫ ম্যাচে কোহলির রান ১০,৮৮৪। একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে এগারো হাজারের বেশি রান রয়েছে মহেন্দ্র সিং ধোনির।

[আরও পড়ুন: এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন হিন্দি ছবির এই অভিনেতা]

The post আজ রানে ফিরতে মরিয়া কোহলি, ধোনির কৃতিত্ব ছোঁয়ার অপেক্ষায় ভারত অধিনায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement