সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) বল গড়াতে আর এক মাসও বাকি নেই। ২ জুন থেকে শুরু হবে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। এবার কি বহুপ্রতীক্ষিত ট্রফি দেশে নিয়ে আসতে পারবেন রোহিত শর্মারা? এই প্রশ্নের সঙ্গেই ঘুরছে অন্য আর এক কৌতূহল। কেমন দেখতে হবে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি? সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটদের জার্সি। বিসিসিআই থেকে কিছু না জানানো হলেও, ফাঁস হয়ে গিয়েছে নতুন জার্সির ছবি।
কেমন দেখতে হল নতুন জার্সি? ভারতের প্রত্যেকটি বিশ্বকাপের জার্সিতেই নতুনত্বের ছোঁয়া থাকে। 'মেন ইন ব্লু'-র জার্সি মানেই ভক্তদের মধ্যে আকাশছোঁয়া উন্মাদনা শুরু হয়ে যায়। এবার যে জার্সি প্রকাশ্যে এসেছে তাতে নীলের সঙ্গে থাকছে গেরুয়া রং। সামনের দিকে নীল রঙের মধ্যে কমলায় লেখা 'ইন্ডিয়া'। উপরে বিনিয়োগ সংস্থার লোগো। কাঁধ ও হাতের রং গেরুয়া। তার মাঝে তিনটি লম্বা সাদা দাগ। তবে সবচেয়ে আকর্ষণীয় জার্সির কলারের অংশটি। যেখানে ভারতের পতাকার তিনটি রং রয়েছে।
[আরও পড়ুন: জীবনে ধোঁকা খেয়েছেন বহুবার, বোকা হতেন নিশ্চিত! হঠাৎ এ কী কথা বিরাটের মুখে?]
জার্সির ছবি ফাঁস হতেই সোশাল মিডিয়ায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এই জার্সির প্রশংসা করছেন। আবার বহু সমর্থক জার্সির রং ও ডিজাইন নিয়ে আপত্তি জানিয়েছেন। অনেকের মনে পড়ছে ২০১৯-র বিশ্বকাপের কথা। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে নীল-কমলা জার্সি পরে নেমেছিল। সেই ম্যাচে ৩১ রানে হেরে যান বিরাট কোহলিরা। গ্রুপ পর্বে ওই একটা ম্যাচই হেরেছিল ভারত। গত বছর বিশ্বকাপের প্র্যাকটিস জার্সিও কমলা রঙের ছিল। যা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় দলের জার্সিও গৈরিকীকরণের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এমন অভিযোগেই সরব হয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনী আবহে ফের ফাঁস হওয়া জার্সিতে চোখে পড়ছে সেই গেরুয়া রং। উল্লেখ্য, ২০১৯ সালেও ছিল নির্বাচন। পাঁচ বছর পর আবারও ভোটের মাঝেই জার্সির নীলের সঙ্গে জুড়েছে কমলা। নেহাতই কাকতালীয়? প্রশ্ন উঠেই যাচ্ছে।
গত বছর বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা এখনও টাটকা দেশের ক্রিকেট ভক্তদের মনে। ২০১১-র পর ভারত আর কোনও বিশ্বকাপ জিততে পারেনি। এক যুগের বেশি সময় হয়ে গিয়েছে। একাধিক বার তাদের জয়রথ থেমেছে ফাইনাল আর সেমিফাইনালে। এবার কি দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের স্বপ্নপূরণ করতে পারবেন রোহিতরা? উত্তরটা সময়ই দেবে।