shono
Advertisement

সত্য ঘটনা অবলম্বনে তৈরি অক্ষয়ের স্পাই থ্রিলার ‘বেল বটম’, প্রকাশ্যে ছবির টিজার

শুটিং শেষ হওয়ার পাঁচদিনের মাথাতেই প্রকাশ্যে এই ভিডিও।
Posted: 09:48 PM Oct 05, 2020Updated: 09:48 PM Oct 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে একটি কথা প্রচলিত রয়েছে। অক্ষয় কুমারের (Akshay Kumar) থেকে নাকি এই প্রজন্মের নিয়মানুবর্তিতা শেখা উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান, সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়েন। সূর্যাস্ত হলে আর শুটিং করেন না। নিয়ম মেনেই আবার বছরে চার-পাঁচটা ছবি রিলিজ করে ফেলেন।

Advertisement

২০১৯-এও অক্ষয়ের পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। করোনা (CoronaVirus) কালে কাজ একটু থমকে ছিল। তবে বলিউডের খিলাড়ি বাড়িতে বসে থাকার পাত্র নন। লকডাউনের মধ্যে তিনিই প্রথম সুরক্ষাবিধি মেনে বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। আবার তিনিই প্রথম করোনা পরিস্থিতিতে (COVID-19) বিদেশে শুটিং করতে যান। সেপ্টেম্বরের ৩০ তারিখ স্কটল্যান্ডে ‘বেল বটম’-এর (Bell Bottom) শুটিং শেষ করেন অক্ষয়। সঙ্গে ছিলেন বাণী কাপুর (Vaani Kapoor) ও হুমা কুরেশি (Huma Qureshi)। শুটিং শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় অর্থাৎ অক্টোবরের ৫ তারিখই প্রকাশ্যে এল ছবির টিজার।

 

[আরও পড়ুন: ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তৈরি সিরিজ ‘উৎসবের পরে’, প্রকাশ্যে শুটিংয়ের বিশেষ ছবি]

টিজারে রেট্রো মেজাজে দেখা যাচ্ছে অক্ষয়কে। অ্যাকশনের ভরপুর আভাসও রয়েছে। আটের দশকের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি (Ranjit M Tewari)। ২০১৯ সালে ছবি তৈরির করার কথা ঘোষণা করেছিলেন। যশরাজ ফিল্মসের ব্যানারের বাইরে এটিই বাণী কাপুরের প্রথম সিনেমা। হুমা এর আগেই অক্ষয় সঙ্গে ‘জলি এল এল বি ২’ ছবিতে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্তা (Lara Dutta)। সব ঠিক থাকলে আগামী বছরের ২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। ‘বেল বটম’ ছাড়াও অক্ষয়ের আগামীর তালিকায় রয়েছেন ‘লক্ষ্মী বম্ব’ (Laxmmi Bomb), ‘পৃথ্বীরাজ’ (Prithviraj) এবং ‘সূর্যবংশী’ (Sooryavanshi)। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’। ‘সূর্যবংশী’র প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক রোহিত শেট্টির। ‘পৃথ্বীরাজ’-এর শুটিং এখনও বাকি।

[আরও পড়ুন: খুনই হয়েছেন সুশান্ত! AIIMS চিকিৎসকের গোপন অডিও ফাঁস হতেই তদন্তে নাটকীয় মোড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement