সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে গ্রাহকদের জন্য দুরন্ত অফার আনল বিএসএনএল। গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে রাষ্ট্রায়াত্ব এই টেলিকম সংস্থার তরফে আনা হয়েছে ৩৪৭ টাকার একটি বিশেষ প্ল্যান। যার মাধ্যমে ৫০ দিনের ভ্যালিডিটিতে মিলবে দৈনিক ২ জিবি করে ডেটা। জেনে নিন নয়া এল অফারে আর কী কী সুবিধা দেওয়া হচ্ছে বিএসএনএল।
বিএসএনএলের এই ৩৪৭ টাকার প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা মিলবে। সেই সঙ্গে এই রোজই মিলবে ১০০ এসএমএস। পাশাপাশি আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে সিম অ্যাক্টিভেশন। বিএসএনএলের সমস্ত প্রিপেড গ্রাহকদের জন্যই এই সুবিধা উপলব্ধ। রিচার্জ করার পর অফারটির ভ্যালিডিটি থাকবে ৫০ দিন পর্যন্ত। গত ১৮ ডিসেম্বর থেকে চালু করা হয়েছে এই অফার। ভবিষ্যতেও এই অফারের সুবিধা রাখা হবে বলে জানা যাচ্ছে।
এই বিশেষ প্ল্যান তাঁদের জন্য সুবিধাজনক যাঁরা কম দামে দীর্ঘদিনের ভ্যালিডিটি পেতে আগ্রহী। বার বার রিচার্জের ঝামেলা এড়াতে এই সুবিধা লাভজনক বলে মনে করছেন গ্রাহকরা। কীভাবে নেবেন এই অফারের সুবিধা? এই অফারের সুবিধা পাওয়ার জন্য আপনার এলাকার বিএসএনএলের রিটেইলার তথা খুচরো বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন। কিংবা বিএসএনএলের অ্যাপ 'BSNL Selfcare' ব্যবহার করে গ্রাহক নিজেই ফোন থেকে রিচার্জ করে নিতে পারবেন। এছাড়া ফোন পে, গুগল পে-এর মতো অ্যাপের মাধ্যমেও রিচার্জ করা যাবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই দেশজুড়ে ফোরজি পরিষেবা শুরু করে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 4G প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী সংগঠনগুলি। অবশেষে সেই অনুমোদন দেয় কেন্দ্র। গত কয়েক বছরে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে। সবটাই হয়েছে দেশীয় প্রযুক্তিতে। সুইডেন, ডেনমার্ক, চিন, দক্ষিণ কোরিয়ার পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা শুরু করেছে। বিএসএনএলকে বাঁচাতে ভারত সরকার ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ফোর জি-তেই শেষ নয়, আগামী দিনে ফাইভ জি এবং ৬ জি পরিষেবাও চালু করতে চায় বিএসএনএল। তবে আপাতত ফোকাস ফোর জি-তেই। এই মুহূর্তে বিএসএনএলের ৯০ লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন।
