সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেই ফোন সচল রাখাই মধ্যবিত্তের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের শুরুতেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার মতো প্রথম সারির টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে।
বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, টেলিকম অপারেটররা তাদের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম ১৬ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। শুধু তাই নয়, অনেক সংস্থা ইতিমধ্যেই তাদের সস্তার রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের কাছে অন্য আর কোনও বিকল্প রইল না।
সহজ ভাবে বললে, বর্তমানে কোনও আনলিমিটেড কলিং ও দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যানের দাম যদি ৩০০ টাকা হয়, তবে ২০ শতাংশ দাম বাড়লে সেই একই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে প্রায় ৩৬০ টাকা। অর্থাৎ প্রতি রিচার্জে এক ধাক্কায় অনেকটা টাকা বেশি খরচ হতে পারে।
মোবাইল রিচার্জের দাম বাড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ট্যারিফ বাড়ানো হয়েছে। ২০১৯ সালে দাম বেড়েছিল ১৫ থেকে ৫০ শতাংশ। ২০২১ সালে ২০ থেকে ২৫ শতাংশ দাম বৃদ্ধি পায়। ২০২৪ সালেও ১০ থেকে ২০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল।
ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব নয়। কিন্তু বারবার এই খরচ বাড়তে থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। নতুন বছরে বাড়তি খরচের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে গ্রাহকদের।
