সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির দাপাদাপিতে বিপন্ন মানুষের ব্যক্তিগত পরিসর। আর তাই এই সময়ে দাঁড়িয়ে সচেতন হওয়া দরকার অনেক বেশি। কী করে জানবেন আপনার স্মার্টফোনে কেউ লুকিয়ে আড়ি পাতছে কিনা। জেনে নিন কী করে স্পাই অ্যাপ চিনবেন।
আপনার স্মার্টফোন অস্বাভাবিক ব্যবহার করছে?
অস্বাভাবিক হারে কমে যাচ্ছে ব্যাটারির শক্তি? সতর্ক হোন। হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনও স্পাই অ্যাপ চলছে। চট করে ব্যাটারি সেটিংসে গিয়ে দেখে নিন কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারির পাওয়ার আত্মসাৎ করছে। সেই সঙ্গেই দেখতে হবে ফোন ব্যবহার না হওয়ার সময়ও গরম হয়ে যাচ্ছে কিনা। পাশাপাশি ডেটা খরচও লাফিয়ে বাড়তে শুরু করলে সতর্ক হোন।
ইনস্টলড অ্যাপ খতিয়ে দেখুন
অনেক সময়ই স্পাই অ্যাপ এমনভাবে লুকিয়ে থাকে চেনা যায় না। সাধারণত তা কোনও চেনা অ্যাপের ছদ্মবেশ ধারণ করে। কিংবা অ্যাপ ড্রয়ারে তাকে দেখাই যায় না। সুতরাং একে খুঁজে বের করতে হলে নিম্নলিখিত পদক্ষেপ করুন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস থেকে অ্যাপসে যান। সেখান থেকে অ্যাপসে যান। লক্ষ করুন 'সিস্টেম সার্ভিস' 'ডিভাইস হেলথ' এই ধরনের কোনও অ্যাপ আছে কিনা। সেক্ষেত্রে 'শো সিস্টেম অ্যাপস'-এ গিয়ে লুকনো সিস্টেম লেভেল অ্যাপ খুঁজুন। আইফোনের ক্ষেত্রে সেটিংস থেকে জেনারেল ও তারপর আইফোন স্টোরেজে গিয়ে সমস্ত অ্যাপ খতিয়ে দেখে নিন।
পারমিশন ও সেটিংস
আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে সোজা চলে যান সেটিংসে। তারপর প্রাইভেসি। সবশেষে পারমিশন ম্যানেজার। আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন। এছাড়াও অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলির। দেখুন ওয়্যারশার্কের মতো কোনও মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিনা। এবং আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনও অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কিনা সেটাও দেখে নিন।
