হেমন্ত মৈথিল, প্রয়াগরাজ: আর একমাস। আগামী বছরের ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হবে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে আজ, শুক্রবার কুম্ভের প্রস্তুতি দেখতে সঙ্গমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। আর সেখানেই মোদি জানালেন, এবারের মহাকুম্ভ অভিনব। কেননা এই প্রথম এআই ও চ্যাটবট ব্যবহার করা হবে মহাকুম্ভ মেলায়।
এদিন ভাষণ দেওয়ার সময় মোদিকে বলতে শোনা যায়, ''প্রয়াগরাজের ভূমিতে এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। আগামী বছরের মহাকুম্ভ মেলায় দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয় এক নতুন উচ্চতা ছুঁতে চলেছে।'' এরপরই মোদি বলেন, ৪৫ দিনের 'মহা অভিযান' এক মহাযজ্ঞে পরিণত হবে।
সেই সঙ্গেই তিনি ঘোষণা করেন, এবারের কুম্ভমেলায় এআই ও চ্যাটবটের ব্যবহার প্রথমবারের জন্য হতে চলেছে। মোট ১১টি ভাষায় যোগাযোগ করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক বেশি মানুষের কাছে তথ্য ও প্রযুক্তি দেওয়াই হবে লক্ষ্য।
মহাকুম্ভ মেলায় আসা তীর্থযাত্রীদের সাহায্য করা ও বিভিন্ন অনুষ্ঠানের খবর পৌঁছে দেবে এই এআই। এরই পাশাপাশি এদিন মোদি বলেন, ''অভিনন্দন জানাই এখানে দিন-রাত এক করে কাজ করা কর্মী ও সাফাইকর্মীদের। কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপনই নয়, ঐক্য-সম্প্রীতিরও নিদর্শন এই মহাকুম্ভ।''
এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এদিন প্রধানমন্ত্রী ১৬৭টি প্রকল্পেরও উদ্বোধন করেছেন।
যার পিছনে খরচ পড়বে সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি। প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ এবং মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের তরফে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।