shono
Advertisement
BHIM transaction

ইউপিআই লেনদেন করলেই মিলবে ইনসেনটিভ! নতুন প্রকল্প শুরু কেন্দ্র সরকারের

ইনসেনটিভ দিতে অন্তত ১৫০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের।
Published By: Anwesha AdhikaryPosted: 11:59 PM Mar 19, 2025Updated: 12:00 AM Mar 20, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর কেন্দ্রের। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই তাঁদের জন্য বিশেষ ইনসেনটিভ ঘোষণা করল মোদি সরকার। জানা গিয়েছে, BHIM-UPI মাধ্যমে লেনদেন করলে প্রত্যেক লেনদেন পিছু নির্দিষ্ট অঙ্কের ইনসেনটিভ দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তবে বড় ব্যবসায়ীরা এই ইনসেনটিভ প্রকল্পের আওতায় পড়বেন না।

Advertisement

বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই পাশ হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার নতুন প্রকল্প। তার জন্য অন্তত ১৫০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন প্রকল্পের ঘোষণা করেন। তারপর এক্স হ্যান্ডেলে এই প্রকল্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল লেনদেনে উৎসাহ আরও বাড়বে। তার জেরে জীবনযাত্রাও অনেক সহজ হবে। কম অঙ্কের লেনদেন করতেও আমজনতা যেন ইউপিআই ব্যবহার করেন, সেই প্রচার করতেই ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ঠিক কীভাবে উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা? কেন্দ্রের নয়া পরিকল্পনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই ইনসেনটিভ মিলবে। লেনদেনের অঙ্ক তার থেকে বেশি হলে সেটা ইনসেনটিভের আওতায় পড়বে না। ২ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক লেনদেনের ০.১৫ শতাংশ অর্থ ইনসেনটিভ হিসাবে দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাঁরা ইউপিআই লেনদেন করতে পারবেন বিনামূল্যে। উলটে তাঁদের পকেটে আসবে কেন্দ্রের দেওয়া ইনসেনটিভ। বুধবার থেকেই এই সুবিধা পেতে চলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, এমনটাই জানা গিয়েছে। যদিও অনেকের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই লেনদেনের পরিমাণ বাড়বে। এবং সেই লেনদেন পরিচালনার খরচ বহন করতে হবে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে, যেটা বেশ কষ্টকর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই পাশ হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার নতুন প্রকল্প।
  • কেন্দ্রের নয়া পরিকল্পনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই ইনসেনটিভ মিলবে।
  • যদিও অনেকের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই লেনদেনের পরিমাণ বাড়বে।
Advertisement