সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গেই ডিজিটাল লেনদেনের তুলনায় নগদে লেনদেন যেন ক্রমেই পিছিয়ে পড়ছে। এখন অধিকাংশই অনলাইনে সারেন যাবতীয় আর্থিক আদান-প্রদান। কারণ, এখন এক ক্লিকেই হয়ে যায় সবটা। যারা অনলাইন লেনদেন করেন তাঁদের জন্য দুঃসংবাদ। পয়লা এপ্রিল থেকে বেশ কিছু নম্বরে আর কাজ করবে না ইউপিআই। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধ হবে কোন কোন নম্বর? সেই তালিকায় নেই তো আপনার নম্বরটি? চলুন জেনে নেওয়া যাক।

জানা গিয়েছে, যে নম্বরগুলো ইন-অ্যাকটিভ অর্থাৎ এমন বহু নম্বর রয়েছে যা দীর্ঘদিন ধরে বন্ধ। ধরুন, কোনও নম্বর আপনি ব্যবহার করতেন। কিন্তু একটা সময়ের পর বন্ধ করে দিয়েছেন ব্যবহার। কিন্তু ওই নম্বরে ইউপিআই আইডি রয়ে গিয়েছে। তা দিয়ে নিয়মিত লেনদেনও করছেন। অনেকক্ষেত্রে আবার অন্য লোকের নামে চালুও হয়ে গিয়েছে সেই নম্বর। কেউ আবার দীর্ঘদিন ধরে রিচার্জ করেন না। ফলে বন্ধ ইনকামিং ও আউটগোয়িং। এই সমস্ত নম্বরের ক্ষেত্রে ইউপিআই আইডি হ্যাক করা অত্যন্ত সহজ। ফলে যে কেউ যে কোনও মুহূর্তে প্রতারকদের ফাঁদে পড়তে পারেন। সেই কথা মাথায় রেখে বেশ কিছু নম্বর বেছে নেওয়া হয়েছে। আগামী মাস থেকে যেগুলোতে আর কাজ করবে না অনলাইন লেনদেন।
কীভাবে বুঝবেন আপনার নম্বর এই তালিকায় রয়েছে কি না?
১.ব্যাঙ্ক ও পিএসপিগুলো পর্যায়ক্রমে নিষ্ক্রিয়, পুনঃনির্ধারিত বা নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলোকে চিহ্নিত করবে। তারপর সরিয়ে দেবে।
২. যাদের নম্বর সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে প্রথমে তাঁদের কাছে নোটিফিকেশন যাবে।
৩. সতর্কবার্তা পাওয়ার পরও যদি ওই নম্বর বন্ধই থাকে, সেক্ষেত্রে সেই নম্বরটি ইউপিআই থেকে বাদ দেওয়া হবে।
৪. তবে নির্ধারিত সময়সীমার আগে মোবাইল নম্বর আপডেট করে ইউপিআই আইডি সচল রাখতে পারেন ব্যবহারকারীরা।
কীভাবে মোবাইল নম্বর অ্যাকটিভ রাখবেন?
১. নিয়মিত ফোন ও মেসেজ করুন, তাহলেই অ্যাকটিভ থাকবে নম্বর।
২. নজর রাখবেন ব্যাঙ্কের মেসেজ পাচ্ছেন কি না।
৩. যে নম্বরটি ইউপিআই লিংক করা সেটি আপডেট করুন।