সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিপসিক। এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শোরগোল ফেলে দিয়েছে এই চিনা স্টার্ট আপ সংস্থা। তাদের তৈরি নয়া এআই প্রযুক্তিতে হতবাক হয়ে গিয়েছে আমেরিকাও। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আতঙ্কের সুরে বলেছেন, ডিপসিক মার্কিন প্রযুক্তির কাছে একটা 'ওয়েক আপ কল'! কিন্তু ভারত? এআই দুনিয়ায় এদেশের প্রযুক্তির অবস্থান ঠিক কোথায়?
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
এদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এবারের বাজেটে এআই-এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এআই বিশেষজ্ঞ অরুণ চন্দ্রশেখরণ এবিষয়ে বলতে গিয়ে জানাচ্ছেন, এবিষয়ে এখনও অনেকটা দূর যেতে হবে ভারতকে। এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''মূল পরিকাঠামোয় আরও বিনিয়োগ করা দরকার। পাশাপাশি শক্তি, কুলিং টেকনোলজি, চিপস ইত্যাদি শাখাতেও করতে হবে।'' তাঁর মতে, 'স্মার্ট' লোকদের সঙ্গে নিয়ে সঠিক পরিকাঠামোকে কাজে লাগালে এবিষয়ে দ্রুতই উন্নতি করতে পারবে ভারত। তবে চিপ ও হার্ডওয়্যার নির্মাণের ক্ষেত্রে আগে জোর দেওয়ার কথাই বলছেন তিনি। আরেক এআই বিশেষজ্ঞ এবং দেশীয় ইলেকট্রনিক্স নির্মাতা সংস্থা ইন্ডকল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা-সিইও আনন্দ দুবে বলছেন, চিন যেভাবে সময় ও বিনিয়োগের দিকে ফোকাস করেছে তা বেনজির।
প্রসঙ্গত, গত একবছরে এদেশে লাফিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা। ২০২৪ সালের মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য ১০,৩০০ কোটি টাকার অনুমোদন করেছিল কেন্দ্র। ৫ বছরের জন্য এই টাকা ব্যবহারের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে আগামিদিনে কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতও চমকে দিতে পারে। আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।