shono
Advertisement
Deepfake

ট্যাপ করলেই নগ্ন মহিলারা, গুগল ও অ্যাপলের স্টোরে এখনও বহাল তবিয়তে এমন বহু অ্যাপ!

চাঞ্চল্যকর দাবি নয়া রিপোর্টে। গুগল প্লে স্টোরে ৫৫টি এবং অ্যাপলের অ্যাপ স্টোরে ৪৭টি এমন ধরনের অ্যাপের সন্ধান মিলেছে।
Published By: Biswadip DeyPosted: 11:25 PM Jan 29, 2026Updated: 11:25 PM Jan 29, 2026

এলন মাস্কের এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে শিশু ও মহিলাদের কয়েক লক্ষেরও বেশি অশ্লীল, খোলামেলা ছবি ছবি তৈরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই চাঞ্চল্য ছড়াল নয়া রিপোর্ট ঘিরে। যে রিপোর্টে দাবি করা হয়েছে, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এমন সব অ্যাপ এখনও রয়ে গিয়েছে যারা মহিলাদের নগ্ন ছবি তৈরি করতে পারে এআইয়ের সাহায্যে। যদিও দুই সংস্থাই এর আগে জানিয়েছিল, এই ধরনের কোনও অ্যাপ তাদের স্টোরে রাখা তারা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টের দাবি এর বিপরীত।

Advertisement

কীভাবে সামনে এল বিষয়টি? আসলে বড় প্রযুক্তি সংস্থাগুলির উপরে নজর রাখা একটি অলাভজনক সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট এই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিল। আর সেই তদন্তেই সন্ধান মিলেছে এমন সব অ্যাপের! উল্লেখ্য, এই রিপোর্ট এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে যখন এআই ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে নারী ও শিশুদের আপত্তিকর ছবি-ভিডিও বানানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এমন সব অ্যাপ এখনও রয়ে গিয়েছে যারা মহিলাদের নগ্ন ছবি তৈরি করতে পারে এআইয়ের সাহায্যে।

রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত গুগল প্লে স্টোরে ৫৫টি এবং অ্যাপলের অ্যাপ স্টোরে ৪৭টি এমন ধরনের অ্যাপের সন্ধান মিলেছে। কিছু অ্যাপ পুরোপুরি নগ্ন ছবি তৈরি করে। আবার বাকিগুলি বিকিনি বা অন্তর্বাস পরিয়ে দেয়। এবং এও বলা হয়েছে, এগুলো খুঁজে বের করার জন্য খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। কেবল 'ন্যুডিটি', 'আনড্রেস' -এর মতো শব্দ দিয়ে সার্চ করলেই তারা ভেসে ওঠে!

কী করে সংস্থাগুলির তথাকথিত 'কঠোর পর্যবেক্ষণ' এড়িয়ে এই অ্যাপগুলি এখনও রয়ে গিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। দাবি, এই ধরনের অ্যাপের জনপ্রিয়তা গুগল ও অ্যাপল- উভয়ের স্টোরেই নাকি বেশ জনপ্রিয়! যার অন্যতম কারণ, স্রেফ একটা ট্যাপ বা সহজ কোনও টেক্স কমান্ডেই কোনও পোশাক পরিহিত মহিলাকে নগ্ন করে দেওয়া যায় এই সব অ্যাপে। এখনও পর্যন্ত এই ধরনের ৭০ কোটি ছবি ডাউনলোড করা হয়েছে বলে দাবি রিপোর্টের। যা থেকে অ্যাপগুলির সম্মিলিত আয় ১১৭ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, মোদি সরকারও একই কারণে গ্রককে নোটিস ধরিয়েছিল। এআইকে কাজে লাগিয়ে যে ভাবে অশ্লীল, আপত্তিকর এবং যৌন উসকানিমূলক ছবি-ভিডিও বানানো হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এর মধ্যেই উদ্বেগ আরও বাড়াল নয়া রিপোর্ট।

এই ধরনের অ্যাপের জনপ্রিয়তা গুগল ও অ্যাপল- উভয়ের স্টোরেই নাকি বেশ জনপ্রিয়! যার অন্যতম কারণ, স্রেফ একটা ট্যাপ বা সহজ কোনও টেক্স কমান্ডেই কোনও পোশাক পরিহিত মহিলাকে নগ্ন করে দেওয়া যায় এই সব অ্যাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement