সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রযুক্তিজগতে এবার আসতে চলেছে ‘বিপ্লব’। এলন মাস্কের স্টারলিঙ্ককে সবুজ সংকেত দিল ‘ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার’। এর মাধ্যমেই ভারতে স্যাটেলাইট পরিষেবা শুরুর চূড়ান্ত সম্মতি পেয়ে গেল তারা।
উল্লেখ্য, বর্তমান সময়ে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন স্টারলিঙ্কের অত্যাধুনিক ইন্টারনেট পরিষেবা। রিপোর্ট বলছে, এই মুহূর্তে মহাকাশে ৬৭৫০টি স্যাটেলাইট রয়েছে মাস্কের সংস্থার। লো আর্থ অরবিট (ভূপৃষ্ঠের ১৬০ থেকে ২০০০ কিমি উচ্চতা) থেকে এই পরিষেবা প্রধান করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু এই পরিষেবা প্রধান করা হয়ে থাকে ফলে যে কোনও প্রত্যন্ত অঞ্চলে সহজে ইন্টারনেট ব্যবহার সহজ হয়ে উঠবে এই পরিষেবায়। র্গম এলাকাতেও পৌঁছে যাবে স্টারলিঙ্কের পরিষেবা। তবে সেজন্য শর্ত একটাই। পরিষ্কার নীল আকাশ।
স্টারলিঙ্কের ইন্টারনেটের খরচ কী রকম পড়বে? স্টারলিঙ্কের স্ট্যান্ডার্ড কিটের দাম পড়বে ৩৯৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৩ হাজার টাকা। এর মধ্যে ডিশ অ্যান্টেনা, মাউন্টিং স্ট্যান্ড, ওয়াই ফাই রাউটার, কেবল ও পাওয়ার অ্যাডাপ্টর ইত্যাদি রয়েছে। মাসিক সাবস্ক্রিপশন খরচ পড়বে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার ২০০ টাকার মধ্যে।
