shono
Advertisement
Google Chrome

'দুর্বল' পাসওয়ার্ড? এবার বদলে দেবে গুগল ক্রোমই

শক্তিশালী পাসওয়ার্ড আর আলাদা করে ভাবতেই হবে না ইউজারদের!
Published By: Biswadip DeyPosted: 04:38 PM May 21, 2025Updated: 04:38 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাইবার নিরাপত্তা যতই কড়া হচ্ছে, ততই মানুষকে বোকা বানানোর নতুন নতুন ছক কষছে দুষ্কৃতীরা। এহেন সময়ে দুর্বল পাসওয়ার্ড মানে যে আগে থেকেই এক গোলে পিছিয়ে থাকার শামিল, তা মানতেই হবে। আর এই পরিস্থিতিতেই গুগল ক্রোম এক অভিনব পদক্ষেপ করল। এবার আপনার পাসওয়ার্ড 'দুর্বল' হলে তা বদলে দেবে ক্রোমই। 

Advertisement

এই নতুন ফিচার ক্রোমের বর্তমান গুগল পাসওয়ার্ড ম্যানেজার ফিচারেরই আপডেটেড ভার্শন হতে চলেছে। এখনও পর্যন্ত ওই ফিচার কেবল দুর্বল পাসওয়ার্ডকে চিহ্নিত করতে পারে মাত্র। কিন্তু এবার নয়া আপডেটে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে। ধরা যাক, কেউ পাসওয়ার্ড দিল 'password' কিংবা '1234'। এমন ধরনের দুর্বল পাসওয়ার্ড এবার কেবল চিহ্নিতই নয় স্বয়ংক্রিয় ভাবে তা বদলে শক্তিশালী পাসওয়ার্ডও তৈরি করে দেবে গুগল ক্রোম। তবে অবশ্যই সেটা ইউজারের অনুমোদনসাপেক্ষ। অর্থাৎ আপনি যদি ইউজার হন, তাহলে ওই নতুন পাসওয়ার্ডটি আপনার পছন্দ করার বা না করার অধিকার থাকছে। যদি রাজি হন তবেই তা বদলানো যাবে। তবে এখনই নয়, এই নয়া ফিচার আসতে আসতে এই বছরের শেষ, এমনটাই জানা যাচ্ছে।

আসলে দেখা গিয়েছে, বহু ইউজারই জানেন যে শক্তিশালী পাসওয়ার্ড রাখা খুবই দরকার। কিন্তু অনেকেই এই নিয়ে মাথা ঘামাতে চান না। অথচ এর ফলেই তাঁরা ডেকে আনেন বিপদ। এর থেকে বাঁচতেই এবার গুগল ক্রোম এই ফিচার নিয়ে আসার কথা ভাবল। 

প্রসঙ্গত, অটোমেটেড পাসওয়ার্ড চেঞ্জ ফিচার একেবারে নতুন, তা নয়। গুগল এর আগে অ্যান্ড্রয়েডে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাসওয়ার্ডে বদলানোর ফিচার এনেছিল। কিন্তু সরাসরি পাসওয়ার্ড বদলে দেওয়ার এমন পদ্ধতি এই প্রথম। এখন দেখার শেষপর্যন্ত ফিচারটি কতটা জনপ্রিয় হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাইবার নিরাপত্তা যতই কড়া হচ্ছে, ততই মানুষকে বোকা বানানোর নতুন নতুন ছক কষছে দুষ্কৃতীরা।
  • এহেন সময়ে দুর্বল পাসওয়ার্ড মানে যে আগে থেকেই এক গোলে পিছিয়ে থাকার শামিল, তা মানতেই হবে। আর এই পরিস্থিতিতেই গুগল ক্রোম এক অভিনব পদক্ষেপ করল।
  • এবার আপনার পাসওয়ার্ড 'দুর্বল' হলে তা বদলে দেবে ক্রোমই। 
Advertisement