সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহার করেন? তাহলে সাবধান! আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ সব নথি চুরি যেতে পারে, পড়তে পারেন সমস্যায়। সতর্ক করল মোদি সরকার।
এর আগেও অ্যান্ড্রয়েড ইউজারদের সাবধান করেছিল ভারতীয় কম্পিউটর এমার্জেন্সি রেসপন্স টিম। এবার তাদের তরফে জানানো হয়, অ্যান্ড্রয়েড ১৫ ইউজারদের বড়সড় ঝুঁকির সম্ভাবনা রয়েছে। সতর্ক না থাকলেই বিপদ। ঠিক কী জানাল কেন্দ্রের সাইবার সিকিউরিটি এজেন্সি? যাঁরা অ্যান্ড্রয়েড ওপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাঁদের মোবাইল কিংবা ট্যাব হ্যাকারদের হাতে পড়লে সমূহ বিপদ। মোবাইল থেকে স্পর্শকাতর, গোপন তথ্য চুরি যেতে পারে। ক্র্যাশ করতে পারে অথবা অকেজ হয়ে পড়তে পারে সফটওয়্যার সিস্টেমও। এমনকী আপনার মোবাইল কিংবা ট্যাব পুরোপুরি হ্য়াং করতে পারে। অর্থাৎ ফোন হাতে থাকলেও তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাইবার সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১২ কিংবা ১৩-র থেকেও ১৫ ভার্সান 'হাই-রিস্ক' কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইম্যাজিনেশন টেকনোলজিস, মিডিয়া টেক এবং কোয়ালকমের মতো থার্ড পার্টি ভেন্ডরদের থেকে যে অ্যান্ড্রয়েড সিস্টেম আসছে, তাতেই রয়েছে বেশি ঝুঁকি।
এবার প্রশ্ন হল, হ্যাকারদের হাত থেকে বাঁচতে কী কী সতর্কতা অবলম্বন করবেন? প্রথমত, যত দ্রুত সম্ভব, ফোনের সফটওয়্যার আপডেট করে ফেলুন। দ্বিতীয়ত, কোনও থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম গুগল প্লে-স্টোর। তৃতীয়ত, ডিভাইসের বিল্ট-ইন সিকিউরিটি ফিচার অ্যাকটিভেট করে রাখুন। চতুর্থত, কোনও অদ্ভুত বিষয় ঘটছে কি না, যেমন দ্রুত ব্যাটারি ফুরোচ্ছে কিংবা মোবাইল হ্যাং করছে কি না, সেদিকে খেয়াল রাখুন।